Malda: নিয়ম না মেনে টেন্ডার বাতিলের অভিযোগ, বিডিও অফিসে বিক্ষোভ বিজেপির
Malda: এ বিষয়ে হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা জানিয়েছেন, টেন্ডার কমিটি ও বিরোধীদলের নেতাকে নিয়ে সরকারি নিয়ম মেনে অফলাইনে টেন্ডার করা হয়েছিল ২৮ টি কাজে , প্রত্যেকটি কাজের ১ লক্ষ টাকা করে টেন্ডার করা হয়।

মালদহ: অবৈধভাবে টেন্ডার বাতিলের অভিযোগে হবিবপুর বিডিও অফিসে বিক্ষোভ বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সদস্যদের। বিজেপির পঞ্চায়েত সমিতি বলে ইচ্ছে করে টেন্ডার বাতিল করে এলাকার উন্নয়ন বন্ধ করা হচ্ছে বলে অভিযোগ। শুক্রবার থেকেই উত্তেজনা ছড়ায় মালদহের হবিবপুরে। হবিবপুর পঞ্চায়েত সমিতির পঞ্চম অর্থ বর্ষ ২৮ টি কাজের কোটেশন হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসের ২৯ তারিখ। কিন্তু বিজেপির অভিযোগ, হবিবপুর পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার মনোজ কাঞ্জিলাল, পঞ্চায়েতের ADM, অবৈধভাবে টেন্ডার প্রক্রিয়ার বাতিল করেছেন। বিজেপি পরিচালিত হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ,পূর্ত কর্মাধ্যক্ষ-সহ অন্যান্য পঞ্চায়েত সমিতির সদস্যরা হবিবপুর পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার, বিডিও মনোজ কাঞ্জিলালকে ঘিরে হবিবপুর বিডিও অফিসে বিক্ষোভ দেখান।
এ বিষয়ে হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা জানিয়েছেন, টেন্ডার কমিটি ও বিরোধীদলের নেতাকে নিয়ে সরকারি নিয়ম মেনে অফলাইনে টেন্ডার করা হয়েছিল ২৮ টি কাজে , প্রত্যেকটি কাজের ১ লক্ষ টাকা করে টেন্ডার করা হয়। বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি থাকার কারণে চক্রান্ত করে পঞ্চায়েতের ADM-এর নির্দেশে হবিবপুর পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার মনোজ কাঞ্জিলাল অবৈধ ভাবে টেন্ডার বাতিল করেছেন বলে অভিযোগ। আর সেই কারণেই এই বিক্ষোভ।
পাশাপাশি এ বিষয়ে পঞ্চায়েত সমিতির বিরোধীদল নেতা বিরাজ মণ্ডল জানিয়েছেন, টেন্ডার প্রক্রিয়ার সময় মিটিংয়ে উপস্থিত ছিলেন না। বিজেপি ৪৮ টার মধ্যে ২৮ টি স্কিম নিজের মতো করেছে, তাই তৃণমূলের পক্ষ থেকে দলীয় গতভাবে বিডিও ও জেলাশাসককে লিখিতভাবে অভিযোগ করেছেন, তার ভিত্তিতে টেন্ডার প্রক্রিয়া বাতিল হয়েছে।
হবিবপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অচিন্ত্য সরকার জানিয়েছেন, সমস্ত সরকারি নিয়মে টেন্ডার করা হয়েছিল, তা সত্ত্বেও টেন্ডার বাতিল করা হয়।





