Malda: ‘বেসরকারি হোটেলে গোপন মিটিং’! ভোটের মুখে এ কী বলছেন খগেন

Subhotosh Bhattacharya | Edited By: Soumya Saha

Mar 27, 2024 | 8:00 PM

Malda: বিজেপি প্রার্থী বলেন, 'বেসরকারি একটি হোটেলে এখানকার ডিএম, এসপি মিটিং করেছেন। গোপনে বৈঠক করা হয়েছে।' ওই বৈঠকে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ও ছিলেন কি না, সেই বিষয়ে প্রশ্ন করা হলে বিজেপি প্রার্থী বলেন, 'আমরা যেটুকু খবর পেয়েছি, তিনি ছিলেন। আমাদের কাছে যে খবর আছে, সেটা আমরা কমিশনকে জানিয়েছি। নির্বাচন কমিশনের কাছেই সেই তথ্য আছে।'

Malda: বেসরকারি হোটেলে গোপন মিটিং! ভোটের মুখে এ কী বলছেন খগেন
খগেন মুর্মু ও প্রসূন বন্দ্যোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

মালদা: লোকসভা ভোটের মুখে রাজনীতির ঝাঁঝ ক্রমেই বাড়ছে বাংলায়। এবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিদায়ী সাংসদ ও এবারের পদ্ম প্রার্থী খগেন মুর্মু। বিজেপি প্রার্থী বলেন, ‘বেসরকারি একটি হোটেলে এখানকার ডিএম, এসপি মিটিং করেছেন। গোপনে বৈঠক করা হয়েছে।’ ওই বৈঠকে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ও ছিলেন কি না, সেই বিষয়ে প্রশ্ন করা হলে বিজেপি প্রার্থী বলেন, ‘আমরা যেটুকু খবর পেয়েছি, তিনি ছিলেন। আমাদের কাছে যে খবর আছে, সেটা আমরা কমিশনকে জানিয়েছি। নির্বাচন কমিশনের কাছেই সেই তথ্য আছে।’

যদিও এই জাতীয় সমস্ত অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন, তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এলাকার বিদায়ী সাংসদের মুখে এমন মন্তব্য পুরোপুরি ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন বলেই দাবি করছেন তৃণমূল প্রার্থী। প্রসূনবাবু বলেন, ‘উনি সাংসদ ছিলেন। ওঁর থেকে আমি অন্তত একটি ন্যূনতম সেন্স আশা করি। যখন তিনি অভিযোগ করবেন, তখন তার সপক্ষে একটি ন্যূনতম প্রমাণ দেখাবেন। আমি চ্যালেঞ্জ করছি, ওঁকে বলুন ন্যূনতম প্রমাণ দেখাতে যে এই ধরনের কোনও ঘটনা ঘটেছে। তিনি সংবাদমাধ্যমের সামনে সম্পূর্ণ ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন।’

খগেন মুর্মু তাঁর কাছে থাকে যাবতীয় অভিযোগ কমিশনকে দিয়েছেন বলে জানিয়েছেন বলে দাবি করেছেন। সেই বিষয়েও প্রশ্ন করা হয়েছিল তৃণমূল প্রার্থীকে। প্রাক্তন আইপিএস অবশ্য পাল্টা বিঁধে বলছেন , শুধু কমিশনকে কেন, যদি প্রমাণ থাকে, তা সংবাদ মাধ্যমের সামনেও প্রকাশ করা হোক। প্রসূনবাবুর কথায়, হারের ভয়ে হতাশায় এসব কথা বলছেন বিদায়ী সাংসদ।

Next Article