Malda: মহিলার হাবভাব দেখে সন্দেহ হয়, শাড়ির ভাঁজেই ছিল কোটি টাকার সম্পদ
Maldah: হানা দিয়ে লাল রঙের একটি মারুতি গাড়িকে আটক করা হয়। তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৪৬০ গ্রাম বেআইনি ব্রাউন সুগার। গ্রেফতার করা হয় তিন জনকে। জানা গিয়েছে, ধৃতের নাম সোফিয়া বিবি। যার বাড়ি মনিপুর। বাকি দুইজন মালদার বাসিন্দা মাসিদুর রহমান এবং আলিউল শেখ।

মালদহ: পৃথক অভিযানে প্রায় কোটি টাকার মাদক উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনায় মোট চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন মহিলাও রয়েছে। এসটিএফ কলকাতার তথ্যের ভিত্তিতে গোপন সূত্রে খবর পেয়ে সিএম জি মালদহ এবং ইংরেজ বাজার থানার পুলিশ মালদহ শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে লাল রঙের একটি মারুতি গাড়িকে আটক করা হয়। তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৪৬০ গ্রাম বেআইনি ব্রাউন সুগার। গ্রেফতার করা হয় তিন জনকে। জানা গিয়েছে, ধৃতের নাম সোফিয়া বিবি। যার বাড়ি মনিপুর। বাকি দুইজন মালদার বাসিন্দা মাসিদুর রহমান এবং আলিউল শেখ।
অন্যদিকে এদিন রাতেই গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ বাইপাস এলাকায় অভিযান চালায়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দ অজিত শর্মা নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার হয় ১০০ গ্রাম বেআইনি ব্রাউন সুগার। ধৃত চারজনকেই আজ মালদহ জেলা আদালতে পেশ করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

