Malda: ভরা বাজারে ২ মহিলাকে নগ্ন করে জুতো দিয়ে ‘মার’, রাজ্যকে ৬ লক্ষ টাকা জরিমানা করল কমিশন
Malda: গত বছরের জুলাই মাসে মালদহের বামনগোলায় ভরা বাজারের মধ্যেই দুই মহিলাকে কার্যত নগ্ন করে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। যা নিয়ে শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়েও। কাছেই পুলিশ ফাঁড়ি থাকার পরেও কেন এগিয়ে আসেনি পুলিশ। সেই নিয়ে আঙুল তোলেন অনেকেই। দোষীদের কড়া শাস্তির দাবিও ওঠে।
মালদহ: মালদহের বামনগোলায় চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় রাজ্যকে জরিমানা করল জাতীয় মানবাধিকার কমিশন। ক্ষতিপূরণ বাবদ রাজ্যকে ছয় লক্ষ টাকা দেওয়ার নির্দেশ। আগামী ছ’সপ্তাহের মধ্যে জরিমানার টাকা মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।
কী ঘটেছিল?
গত বছরের জুলাই মাসে মালদহের বামনগোলায় ভরা বাজারের মধ্যেই দুই মহিলাকে কার্যত নগ্ন করে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। যা নিয়ে শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়েও। কাছেই পুলিশ ফাঁড়ি থাকার পরেও কেন এগিয়ে আসেনি পুলিশ। সেই নিয়ে আঙুল তোলেন অনেকেই। দোষীদের কড়া শাস্তির দাবিও ওঠে। জানা যায়, যে জায়গায় এ ঘটনা ঘটেছে সেখানে প্রতি মঙ্গলবার হাট বসে। সেই হাটেই দুই মহিলাকে পকেটমার সন্দেহে ঘিরে ধরেছিল উত্তেজিত জনতার একাংশ। কিল, ঘুষি,চড়-থাপ্পড় তো ছিলই, পাশাপাশি জুতো খুলে বেধড়ক মারধর করা হয় তাঁদের। এমনকী প্রকাশ্য রাস্তায় মারতে-মারতে কার্যত অর্ধনগ্ন করে দেওয়ার অভিযোগ ওঠে। এরপর চাপের মুখে পড়ে ঘটনার ৯ দিনের মাথায় বামনগোলা থানার আইসি, দুই এসআই এবং এক এএসআই-কে ক্লোজ করা হয়।
সেই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনে মামলা দায়ের করে বিজেপি। তার প্রেক্ষিতেই রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ বাবদ দুই নির্যাতিতাকে ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।