AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১০০ তম মিশনেও ফুল মার্কস, নতুন বছরে ISRO-র নয়া রেকর্ড

ISRO 100th Mission: ১৯৭৯ সালের ১০ অগস্ট শ্রীহরিকোটা থেকেই ইসরো প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকল উৎক্ষেপণ করে। প্রায় ৪৬ বছর পর শততম উৎক্ষেপণ করল ইসরো।

১০০ তম মিশনেও ফুল মার্কস, নতুন বছরে ISRO-র নয়া রেকর্ড
ISRO-র ১০০ তম উৎক্ষেপণ।Image Credit: X
| Updated on: Jan 29, 2025 | 7:10 AM
Share

শ্রীহরিকোটা: নতুন বছরে ইসরোর নয়া রেকর্ড। ১০০ তম মিশনেও সাফল্য পেল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। আজ, ২৯ জানুয়ারি ভোর ৬ টা ২৩ মিনিটে সফলভাবে উৎক্ষেপণ করা হল জিএসএলভি-এফ১৫।

অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়। ইসরোর নতুন চেয়ারম্যান ভি নারায়ণের নেতৃত্বেই সফলভাবে ১০০ তম উৎক্ষেপণ করা হল জিএসএলভি-এফ১৫-র। এটাই ২০২৫ সালে ইসরোর প্রথম মিশন।

১৯৭৯ সালের ১০ অগস্ট শ্রীহরিকোটা থেকেই ইসরো প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকল উৎক্ষেপণ করে। প্রায় ৪৬ বছর পর শততম উৎক্ষেপণ করল ইসরো। প্রসঙ্গত, ইসরো এই রকেট-কে ‘নটি বয়’ নাম দিয়েছে কারণ বারংবার উৎক্ষেপণে ব্যর্থ হতে হয়েছে মহাকাশ গবেষণা সংস্থাকে। ১৬টি লঞ্চের মধ্যে মাত্র ১০ লঞ্চ বা উৎক্ষেপণ সফল হয়েছে, বাকি সবই ব্যর্থ হয়েছে। ৩৭ শতাংশ ব্যর্থতার হার নিয়েই ১০০ তম মিশনেও ফুল মার্কস পেল ইসরো।

ইসরোর তরফে জানানো হয়েছে, জিএসএলভি-এফ১৫ এনভিএস-০২ স্যাটেলাইটকে জিওসিনক্রনাম ট্রান্সফার অরবিটে পৌঁছে দেবে।