ছেঁড়া-ফাঁটা পোশাক, মিনি স্কার্ট পরে ঢোকা যাবে না, নির্দেশিকা জারি বিখ্যাত এই মন্দিরে
Siddhi Vinayak Temple: মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই এই নিয়ম কার্যকর হবে। যদি কোনও পুণ্যার্থী শালীন পোশাক না পরে আসেন, তবে তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না।
![ছেঁড়া-ফাঁটা পোশাক, মিনি স্কার্ট পরে ঢোকা যাবে না, নির্দেশিকা জারি বিখ্যাত এই মন্দিরে ছেঁড়া-ফাঁটা পোশাক, মিনি স্কার্ট পরে ঢোকা যাবে না, নির্দেশিকা জারি বিখ্যাত এই মন্দিরে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/SiddhiVinayak.jpg?w=1280)
মুম্বই: দেশ-বিদেশ থেকে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী আসেন দর্শন করতে। বলিউডের সেলিব্রেটিরাও নিজেদের সিনেমার মুক্তির আগে ছুটে যান এই মন্দিরে প্রণাম করতে। মুম্বইয়ের বিখ্যাত সেই সিদ্ধিবিনায়ক মন্দিরে এবার ড্রেস কোড। সাফ জানিয়ে দেওয়া হল, শর্ট স্কার্ট বা খোলামেলা পোশাক পরে মন্দিরে ঢোকা যাবে না।
শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, আগত পুণ্যার্থীদের শালীন পোশাক পরতে হবে। ভারতীয় পোশাক পরাই শ্রেয়। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই এই নিয়ম কার্যকর হবে। যদি কোনও পুণ্যার্থী শালীন পোশাক না পরে আসেন, তবে তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না।
কী কী পরা যাবে না?
মন্দির কর্তৃপক্ষের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ছেঁড়া-ফাঁটা পোশাক, শর্ট স্কার্ট বা এমন কোনও পোশাক যেখানে অঙ্গ প্রদর্শন হয়, তা পরা যাবে না সিদ্ধিবিনায়ক মন্দিরে।
সিদ্ধিবিনায়ক মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ভক্তদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজো দিতে আসা ভক্তরা অস্বস্তিবোধ করায়, তাদের অভিযোগ ও অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
![কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Kiss-Day-know-what-is-the-benefits-of-Kissing.jpg?w=670&ar=16:9)
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)