Malda Flood situation: বারবার বন্যায় বিদ্ধ মালদহ, জাতীয় পতাকা হাতে বিক্ষোভ ছাত্রদের
Malda: আজ অর্থাৎ সোমবার ভূতনীর বিভিন্ন এলাকা পরিক্রমা করে ছাত্র-যুবদের একটি মিছিল। ভূতনী ব্রিজ থেকে মানিকচক ব্লক অফিসের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য, গঙ্গা ও ফুলহর নদীর ভাঙনে জেরবার ভূতনী চর। লাগাতার বন্যায় প্লাবিত হয়েছেন ভূতনী চরের তিনটি অঞ্চলে প্রায় দু'লক্ষ মানুষ।

মালদহ: এই কয়েক দিন আগের কথা। বন্যার জেরে কীভাবে বিধ্বস্ত হয়েছিল মালদহের ভূতনী,মানিকচকের মতো একাধিক এলাকা। ত্রাণের জন্য হাহাকার করছিলেন মানুষজন। এবার সেই ভূতনীতেই গঙ্গা ভাঙন রোধ এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ময়দানে ছাত্ররা। তুমুল বিক্ষোভ মালদহের মানিকচক ব্লক অফিস ভবনের সামনে।
আজ অর্থাৎ সোমবার ভূতনীর বিভিন্ন এলাকা পরিক্রমা করে ছাত্র-যুবদের একটি মিছিল। ভূতনী ব্রিজ থেকে মানিকচক ব্লক অফিসের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য, গঙ্গা ও ফুলহর নদীর ভাঙনে জেরবার ভূতনী চর। লাগাতার বন্যায় প্লাবিত হয়েছেন ভূতনী চরের তিনটি অঞ্চলে প্রায় দু’লক্ষ মানুষ। সেই কারণেই স্থায়ীভাবে নদী ভাঙন ও বাঁধ নির্মাণ করে ভূতনীকে বাঁচানোর দাবিতে এই আন্দোলন শুরু করেছেন ভূতনীর ছাত্ররা। মানিকচক ব্লক অফিসের সামনে রাস্তা অবরোধ করে ভাঙন রোধের স্থায়ী সমাধানের দাবিতে ব্যাপক বিক্ষোভ আন্দোলনে সামিল হন তাঁরা।
এক ছাত্র বলেন, “পরপর দুবছর অনিময়িত বন্যা হচ্ছে। ২০২৪ হোক বা ২০২৫ সালে ভয়াবহ বন্যা হচ্ছে। এখানে তো ঘোষণা করাই হয়নি যে বন্যা হয়েছে। দুই সরকারই ভুলে গেছে আমরা এই দেশ আর এই রাজ্যে থাকি। তাই আমরা ছাত্র সমাজ মনে করাতে এসেছি যে ভবিষ্যতের জন্য উদ্যোগ নিতে হবে। এই যে বালির বাঁধ দিচ্ছে তা তো ভালভাবে পড়ছে না। তাই আমাদের আবেদন যে কংক্রিট বাঁধ চাই। যখন জল গড়াচ্ছে সেই সময় বাঁধ দিচ্ছে। আর যখন শুকনো থাকছে তখন কাজ করছে না।”
