Malda River: তীব্র গরমে নদীতে নেমেছিল, হাবুডুবু খেতে-খেতেই তলিয়ে গেল ২ কিশোরী
Malda: স্থানীয় সূত্রে খবর, কয়েকজন নাবালিকা ফুলহার নদীতে স্নান করতে যায়। সেই সময় হঠাৎ ফুলহার নদীতে তলিয়ে যায় দুইজন।
মালদা: গরমে নাজেহাল অবস্থা সকলের। তীব্র দাবদাহে ভুগছেন সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গে চলছে তাপপ্রবাহ। বাদ পড়ছে না উত্তরবঙ্গও। এই সবের মধ্যে মর্মান্তিক ঘটনা। তীব্র গরমে ফুলহার নদীতে স্নানে নেমে তলিয়ে গেল দুই নাবালিকা। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া নাককাটি ব্রিজ এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, কয়েকজন নাবালিকা ফুলহার নদীতে স্নান করতে যায়। সেই সময় হঠাৎ ফুলহার নদীতে তলিয়ে যায় দুইজন। তাঁদের নাম পূজা মণ্ডল ও অপরজন হলেন সুপ্রিয়া মণ্ডল। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে রতুয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা ওই দুই নাবালিকাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এক এলাকাবাসী বলেন, “ওরা পড়াশোনা করত। আজ স্নান করতে নীচে নদিতে নামে। তখনই বিপত্তি বাধে। হয়ত কোনও ভাবে টাল সামলাতে পারেনি। ওদের মধ্যে একজন দিল্লিতে থাকত। ছুটি নিয়ে বাড়িতে ফিরেছিল।”
জানা গিয়েছে, মেয়ে দু’টির বাড়ি রতুয়া থানার বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের চারকাটিয়া গ্রামে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে এখনো পর্যন্ত পৌঁছায়নি উদ্ধারকারী দল।
বস্তুত, এদিকে গরমে পুড়ে যাচ্ছেন বঙ্গের মানুষজন। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তেতে পুড়ে একসা হতে হবে তিনদিন। শুক্রবার কিছুটা স্বস্তি মিললেও মিলতে পারে। তবে এখনই জোর দিয়ে কিছু বলছে না হাওয়া অফিস। পূর্বাভাস, ২৯ এপ্রিল অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদলের ক্ষীণ সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে মে মাসের প্রথম সপ্তাহে। আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, “আগামী ২৮ তারিখ অবধি বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। ২৯ তারিখ থেকে পরিস্থিতি ধীরে ধীরে বদলাবে। তবে বৃষ্টির জোরাল সম্ভাবনার কথা বলতে গেলে সেটা ২ মে থেকে।” আপাতত এই ক’দিন গরমের অস্বস্তি তীব্রই থাকবে। একাধিক জায়গায় তাপপ্রবাহ, লু বইবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অনেকে বলছেন মরুরাজ্য রাজস্থানের সঙ্গে এই মুহূর্তে পাল্লা দিতে পারে বাঁকুড়া, পানাগড়, আসানসোলের তাপমাত্রা।