Arijit Singh’s Teacher: প্রয়াত অরিজিৎ সিং-এর সঙ্গীতগুরু, শুনেই ছুটে গেলেন শিল্পী
Arijit Singh's Teacher: বৃহস্পতিবার গুরু বীরেন্দ্র প্রসাদ হাজারীর প্রয়ানে অরিজিৎ সিং শোকাহত। গুরুর মৃত্যুসংবাদ শোনার পরেই শেষবারের জন্য গুরুকে প্রণাম জানাতে বাবা ও বোনকে সঙ্গে নিয়ে পৌঁছে যান অরিজিৎ। শিক্ষকের শেষযাত্রায় সামিল হন তিনি।

জিয়াগঞ্জ: প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী বীরেন্দ্র প্রসাদ হাজারী। দীর্ঘদিন ধরে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম দিয়েছেন তিনি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এই গুরুর কাছে তালিম নিয়েছেন বহু বিশিষ্ট সঙ্গীতশিল্পী। তাঁর অন্যতম ছাত্র বর্তমানে জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। এদিন গুরুর মৃত্যুর খবর পেয়েই ছুটে যান অরিজিৎ। শেষযাত্রায় অংশও নেন।
জিয়াগঞ্জের হাজারী পরিবার দিনে পর দিন তালিম দিয়েছে বহু ছাত্র-ছাত্রীকে। এই পরিবারের সদস্য রাজেন্দ্র প্রসাদ হাজারী, ধীরেন্দ্র প্রসাদ হাজারী এবং বীরেন্দ্র প্রসাদ হাজারীর সঙ্গীত জগতে বিশেষ অবদান রয়েছে।
অরিজিৎ সিং জিয়াগঞ্জের বাসিন্দা। তিনিও শৈশব থেকেই তাঁর শিক্ষাগুরু হিসেবে শিল্পী ধীরেন্দ্রপ্রসাদ হাজারীর কাছেই তালিম নেন। কিন্তু গুরুর অকাল প্রয়ানের পর শিক্ষাগুরু হিসেবে বীরেন্দ্র প্রসাদ হাজারির কাছে তালিম নেওয়া শুরু করেন তিনি। আজ, বৃহস্পতিবার গুরু বীরেন্দ্র প্রসাদ হাজারীর প্রয়ানে অরিজিৎ সিং শোকাহত। গুরুর মৃত্যুসংবাদ শোনার পরেই শেষবারের জন্য গুরুকে প্রণাম জানাতে বাবা ও বোনকে সঙ্গে নিয়ে পৌঁছে যান অরিজিৎ। শিক্ষকের শেষযাত্রায় সামিল হন তিনি।
সঙ্গীতগুরুর প্রয়ানে মুর্শিদাবাদ জেলা হারাল সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে। সেইসঙ্গে তাঁর প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা হারাল তাদের অভিভাবককে। শোক প্রকাশ করে তাঁর জামাতা শঙ্কর মণ্ডল বলেন, “আজ বিজয়া দশমী। আজকের এই দিনে এইভাবে এক নক্ষত্রের পতন হবে, এটা সত্যিই অভাবনীয়। ওঁর হাত দিয়েই তৈরি হয়েছে কত শিল্পী। তাঁদের মধ্যেই রয়েছেন অরিজিৎ সিং। এমনকী ওঁর বোন, মা-ও তালিম নিতেন একইসঙ্গে।” এদিন শেষযাত্রায় সঙ্গে থাকলেও সংবাদমাধ্যমের মুখোমুখি হতে চাননি অরিজিৎ সিং।
