BSF: রডের ভিতর ঢুকিয়ে রেখেছিল ওইটা, হাতেনাতে ধরে ফেলল BSF
BSF: ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়া এলাকার ঘটনা। সেখানে এক পাচারকারী অভিনব কায়দায় বাংলাদেশ থেকে সাইকেলের রডের ভিতরে সোনা লুকিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করার চেষ্টা করছিল বলে অভিযোগ।
মুর্শিদাবাদ: সীমান্তে পাচারের ঘটনা নতুন নয়। বিভিন্ন সময়ে বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) পাচারকারীদের সেই ছক বানচাল করে। এবারও সেই ছক বানচাল করল তারা। সাইকেল রডের মধ্যে সোনা ঢুকিয়ে পাচার করতে গিয়েও হল না লাভ। পাকড়াও প্রত্যেক পাচারকারী।
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়া এলাকার ঘটনা। সেখানে এক পাচারকারী অভিনব কায়দায় বাংলাদেশ থেকে সাইকেলের রডের ভিতরে সোনা লুকিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করার চেষ্টা করছিল বলে অভিযোগ।
তবে জলঙ্গীর ১৪৬ নম্বর বিএসএফ জওয়ান টহলদারি চালাচ্ছিলেন সেখানে। সেই সময় বিএসএফকে দেখে ওই পাচারকারী সাইকেল ফেলে পালিয়ে যায় । বিএসএফের সন্দেহ হওয়ায় ওই সাইকেলটিকে টুকরো টুকরো করলে সাইকেলের রডের ভেতর থেকে ৫৩৫ গ্রাম সোনা উদ্ধার করে বিএসএফ। ওই পাচারকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে বিএসএফ।