Murshidabad Crime: ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার নাম করে সোজা জনমানবহীন ইটভাটায় নিয়ে যায় যুবক, তারপর…
Murshidabad Crime: ত মঙ্গলবার অর্থাৎ অষ্টমীর দিন ঘটনাটি ঘটে বলে অভিযোগ। বুধবারই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই তিনজনের বিরুদ্ধে বুধবার লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর তিনজনের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়।

মুর্শিদাবাদ: দুর্গা পূজার মধ্যেই অপরাধের ঘটনা! ১৪ বছরের কিশোরীকে মোটরবাইকে চাপিয়ে নিয়ে যাওয়া হয় ফাঁকা ইটভাটায়। সেখানেই ওই কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্য়েই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁদের জেলার বিশেষ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনা। গত মঙ্গলবার অর্থাৎ অষ্টমীর দিন ঘটনাটি ঘটে বলে অভিযোগ। বুধবারই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই তিনজনের বিরুদ্ধে বুধবার লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর তিনজনের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়। অভিযুক্তদের গ্রেফতারও করা হয়। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগ, অষ্টমীর দিন সন্ধ্যায় ১৪ বছরের এক কিশোরীকে ঠাকুর দেখার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারই এক পরিচিত যুবক। ওই যুবকের মোটরবাইকে করে বেরিয়েছিল ওই কিশোরী। সঙ্গে আরও দুই যুবক অন্য একটি মোটরবাইকে ছিল। কিন্তু পুজো মণ্ডপে না গিয়ে স্থানীয় একটি ইটভাটায় নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ওই কিশোরী রাতে বাড়ি ফিরে বিষয়টি তার পরিবারকে জানায়। পরের দিন ওই কিশোরীর পরিবারের তরফে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বুধবার জেলার একটি হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে ওই কিশোরীর।
