Jiban Krishna Saha: আতসকাচের নীচে পিসিও, নিয়োগ মামলায় কাকভোরে তৃণমূল বিধায়কের শ্বশুড়বাড়িতেও হানা ইডির
Jiban Krishna Saha: বড়ঞার বিধায়কের বাড়ি ছাড়াও সাঁইথিয়ায় ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহার বাড়িতে তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। অনুমান, নিয়োগ দুর্নীতি মামলায় এই তৃণমূল কাউন্সিলরও জড়িত। যিনি আবার সম্পর্কে জীবনকৃষ্ণের পিসি। এছাড়াও, তল্লাশি চালানো হয়েছে মুর্শিদাবাদেরই রঘুনাথগঞ্জে স্থিত জীবনকৃষ্ণের শ্বশুরবাড়িতেও।

কৌশিক ঘোষ, হিমাদ্রী মণ্ডল এবং সুজয় পালের রিপোর্ট
মুর্শিদাবাদ: কাকভোরে ইডি হানা। নিয়োগ দুর্নীতি মামলায় পূর্বে গ্রেফতার হওয়া বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। চলল খানা-তল্লাশি। কিন্তু দুর্নীতি মামলায় জামিন পাওয়া বিধায়ককে আবার কেন আতসকাচের নীচে আনল ইডি?
সূত্রের খবর, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুর্নীতি মামলাতেই সোমবার সকালে পাঁচ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। সম্প্রতি এই মামলাতেই নিউটাউনে ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের বাড়িতেও হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারীরা। এবার নিউটাউন থেকে সরাসরি মুর্শিদাবাদের বড়ঞা। সুপ্রিম-নির্দেশে জামিন পাওয়া, ‘মোবাইল ছুড়ে ফেলে দেওয়া’ তৃণমূল বিধায়কের বাড়ির দরজায় টোকা দিল ইডি।
সোমবার যখন তদন্তকারীরা জীবনকৃষ্ণের বাড়িতে পৌঁছন, সেই সময় তাদের আসার আভাস আগেই পেয়ে বাড়ির পিছনের অংশে চলে গিয়েছিলেন তিনি। তবে ফের কোনও ‘নাটকীয়’ কিছু ঘটার আগেই তাঁকে ঘরে টেনে আনেন ইডি আধিকারিকরা। এর আগেও ২০২৩ সালে যখন বিধায়কের কান্দির বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সেই সময় তল্লাশির ফাঁকেই তার ব্যবহার করা দু’টি ফোন বাড়ির পিছনে পুকুরের জলে ফেলে দিয়েছিলেন জীবনকৃষ্ণ। অবশ্য এই কাণ্ড ঘটিয়ে রেহাই পাননি তিনি।
এদিন বড়ঞার বিধায়কের বাড়ি ছাড়াও সাঁইথিয়ায় ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহার বাড়িতে তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। অনুমান, নিয়োগ দুর্নীতি মামলায় এই তৃণমূল কাউন্সিলরও জড়িত। যিনি আবার সম্পর্কে জীবনকৃষ্ণের পিসি। এছাড়াও, তল্লাশি চালানো হয়েছে মুর্শিদাবাদেরই রঘুনাথগঞ্জে স্থিত জীবনকৃষ্ণের শ্বশুরবাড়িতেও। তল্লাশি চলেছে বড়ঞার এক ব্যাঙ্ক কর্মীর বাড়িতেও। অবশ্য, ইডির একটি প্রতিনিধি দল যখন মুর্শিদাবাদে হানা দিয়েছে, ওই সময় আরও একটি দল পৌঁছে যায় পুরুলিয়ায় দুর্নীতি মামলায় জড়িত প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতে।

