AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: পরীক্ষাকেন্দ্রে হয়ে গেল পরীক্ষার্থী বদল! কনস্টেবল নিয়োগের পরীক্ষায় বড় প্রতারণা

Murshidabad Recruitment Scam: অরুণ শিকদার ও বিধান শিকদারের বাড়ি নদিয়ার তেহট্ট  এলাকায়। সন্দীপ মণ্ডল মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, পরিকল্পনা করে একজনের বদলে আরেকজনকে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হয়েছিল। পরীক্ষা কেন্দ্রের ভিতর মোবাইল ব্যবহার করছিল।

Murshidabad: পরীক্ষাকেন্দ্রে হয়ে গেল পরীক্ষার্থী বদল! কনস্টেবল নিয়োগের পরীক্ষায় বড় প্রতারণা
ধৃতদের আদালতে পেশ করা হচ্ছেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 01, 2025 | 2:15 PM
Share

মুর্শিদাবাদ: পুলিশের কনস্টেবল  নিয়োগের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী বদল। দুই ভাই সহ গ্রেফতার তিন।  পুলিশের কনস্টেবল ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী বদল ও পরীক্ষা কেন্দ্রের মোবাইল নিয়ে যাওয়ার অভিযোগে দুই ভাই-সহ তিনজনকে গ্রেফতার করে মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ। মুর্শিদাবাদ ডোমকলের ভবতারণ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা দিতে আসে নদিয়ার যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম  অরুণ শিকদার, বিধান শিকদার ও সন্দীপ মন্ডল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  অরুণ শিকদার ও বিধান শিকদারের বাড়ি নদিয়ার তেহট্ট  এলাকায়। সন্দীপ মণ্ডল মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, পরিকল্পনা করে একজনের বদলে আরেকজনকে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হয়েছিল। পরীক্ষা কেন্দ্রের ভিতর মোবাইল ব্যবহার করছিল। সেই ঘটনায় পরীক্ষার্থী-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। সাংবাদিক বৈঠক করে বিষয়টি সামনে এনেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, পরীক্ষার পর চাকরিপ্রার্থীদের দেওয়া হয়নি OMR-এর কার্বন কপি। এমনকি সিরিয়াল নম্বরও তাতে ছিল না বলে অভিযোগ করেন শুভেন্দু। সাংবাদিক বৈঠকে পরীক্ষা কেন্দ্রের নাম মুখে একটি OMR-ও দেখান তিনি। রবিবারই পরীক্ষা দিন নদিয়াতে আরও একটি প্রতারণা চক্রের হদিশ পায় পুলিশ। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। পূর্ব মেদিনীপুরের নিউ দিঘা থেকে একটি বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস করে পুলিশ।