AMTA Student Death: ‘খুন যেই করে থাকুক, গর্ত থেকে খুঁজে বের করা হবে’, আনিস মৃত্যুতে হুঁশিয়ারি ফিরহাদের

AMTA Student murder: ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় ফিরহাদ হাকিম বলেন, "খুন যে করে থাকুক তাকে গর্ত থেকে খুঁজে বের করা হবে। আদালত সাজা দেবে। মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিত নয়।"

AMTA Student Death: 'খুন যেই করে থাকুক, গর্ত থেকে খুঁজে বের করা হবে', আনিস মৃত্যুতে হুঁশিয়ারি ফিরহাদের
গর্ত থেকে খুঁজে বের করা হবে, আনিস মৃত্যুতে হুঁশিয়ারি ফিরহাদের
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2022 | 4:18 PM

বহরমপুর : আনিস মৃত্যুর তদন্তে (Student Leader Death) ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে আদালত। গোটা রাজ্য রাজনীতি এখন তোলপাড় হচ্ছে ছাত্রনেতার মৃত্যুর ঘটনায়। পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য এবং তা ক্রমেই আরও বেশি ঘনীভূত হচ্ছে। কীভাবে আনিসের মৃত্যু হল? ঘটনার নেপথ্যে কি পুলিশের কোনও ভূমিকা রয়েছে? নাকি পুলিশের পোশাকে এসেছিল অন্য কেউ? এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর অধরা। মুখ্যমন্ত্রী পর্যন্ত আশ্বস্ত করেছেন, নিরপেক্ষ তদন্ত হবে। এবার ওই ঘটনায় জড়িতদের কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার নগরপাল ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বললেন, “খুন যে করে থাকুক তাকে গর্ত থেকে খুঁজে বের করা হবে।” সপ্তাহের প্রথম দিনে মুর্শিদাবাদে গিয়ে এই ভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন মন্ত্রী।

ফিরহাদ হাকিমের গলায় কড়া সুর

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় ফিরহাদ হাকিম বলেন, “খুন যে করে থাকুক তাকে গর্ত থেকে খুঁজে বের করা হবে। আদালত সাজা দেবে। মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিত নয়। যে পরিবারের ছেলে মারা গিয়েছে, সেই পরিবারের সঙ্গে আমরা আছি। যখন কোনও ঘটনা ঘটে, তখন বিরোধীরা মাঠে হইহই করে। তারপর তাঁর পরিবার খাচ্ছে না কি করছে সেটা আর দেখে না।” সেই সঙ্গে রাজ্য সরকারের মানব দরদী মুখ তুলে ধরে ফিরহাদ হাকিম বলেন, “মুখ্যমন্ত্রী কেবল সেই চিন্তা করেন (সংশ্লিষ্ট পরিবারের কথা ভাবেন)। পরিবারের পাশে থাকা নিয়ে তিনি বলেন। সবসময়ই আমরা ওই পরিবারের পাশে থাকব। বিরোধীরা এখন শুধু সংবাদমাধ্যম যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবে।”

আনিস মৃত্যুতে বাড়ছে রাজনীতির তরজা

উল্লেখ্য, আনিস খানের মৃত্যুর পর থেকেই রাজ্য রাজনীতি বার বার আবর্তিত হচ্ছে ইস্যুটিকে কেন্দ্র করে। প্রতিটি রাজনৈতিক শিবির আনিসের সঙ্গে নিজেদের যোগাযোগের কথা তুলে ধরতে চেষ্টা করেছে। আনিস কলেজে থাকাকালীন বাম ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তী সময়ে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য তিনি যোগ দেন আইএসএফে। এদিকে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদও দাবি করেছে, আনিস খান তাদের কর্মী ছিলেন। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে আবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আনিস খানের সঙ্গে তাঁদের বেশ সুসম্পর্কই ছিল। অর্থাৎ, কোন দলের সঙ্গে আনিসের বেশি হৃদ্যতা ছিল, সেটাই প্রমাণ করার জন্য বার বার প্রয়াত করতে দেখা যাচ্ছে প্রতিটি রাজনৈতিক শিবিরকে।

আরও পড়ুন : AMTA Student Death: ‘মুখ্যমন্ত্রী এলে ভালো হয়’, নবান্নে যাচ্ছেন না আনিসের বাবা-দাদা

আরও পড়ুন : Deocha Pachami Coal Mining Project: খাদান মালিকদের একাংশের মদতেই জোরাল হচ্ছে দেউচার আন্দোলন, তোপ মমতার