Arjun Singh: ‘৬ মাস পর পিসি-ভাইপো প্রাইভেট লিমিটেডে শুধু সিইও থাকবে’
Arjun Singh: ১০৮ পুরসভার নির্বাচন আসন্ন। তার আগে রাজনৈতিক প্রচারে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন বিরোধী দলের নেতারা।
বহরমপুর: ১০ মার্চ থেকে ঠিক ৬ মাস পর তৃণমূলে শুধু সিইও ছাড়া আর কেউ থাকবে না। ঘাসফুল শিবিরের সাম্প্রতিক অন্তর্দ্বন্দ্বকে কটাক্ষ করে এমনটাই বললেন বিজেপি সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার পুরভোটের প্রচারে গিয়ে তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি। কিছুদিন আগেই তৃণমূলের অন্দরে সংঘাতের ইঙ্গিত পাওয়া যায়। সেই দ্বন্দ্বকে কটাক্ষ করে এ দিন বহরমপুরের প্রচার সভা থেকে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, ‘৬ মাস পর পিসি-ভাইপো প্রাইভেট লিমিটেডে শুধু সিইও থাকবে’।
এ দিন বহরমপুর পুরসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে একটি রোড শো করেন অর্জুন সিং। পরে একটি জনসভাও করেন তিনি। দুপুর দেড়টা নাগাদ বিজেপির সাংগঠনিক দক্ষিণ জেলার বহরমপুর কার্যালয় পৌঁছন এবং সেখান থেকে রোড শো শুরু হয়ে গীর্জার মোড়, ৩৪ নম্বর জাতীয় সড়ক পার করে বহরমপুর গোরাবাজার নিমতলা পৌঁছয়। সেখানে পৌঁছে পথসভা করে বিজেপি।
সেই সভা থেকে জনসাধারণকে বিজেপিতে ভোট দেওয়ার জন্য আবেদন জানান সাংসদ। তাঁর দাবি, ১০ মার্চের পর ঠিক ৬ মাসের মধ্যে তৃণমূলে আর কোনও নেতা- নেত্রী থাকবে না। এ ছাড়াও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তাঁর অভিযোগ, পুলিশ শাসক দলকে সঙ্গে দিচ্ছে। তিনি আরও বলেন, কেউ কেউ ভয়ে ভোট দিতে যাচ্ছে না। কিন্তু, তাই বলে ভোটটা ভাগ হতে দেবেন না। জুলুম, গুন্ডারাজ সহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করতে গিয়ে অর্জুন সিং বলেন, আগামী ১০ মার্চের পর গণতান্ত্রিকভাবে বিস্ফোরণ ঘটবে রাজ্যে।
আরও পড়ুন: Madhyamik Exam: ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি, জারি বিজ্ঞপ্তি
আরও পড়ুন: Municipal Election 2022: নির্দল কাঁটা সরানোর কাজ শুরু! একাধিক জেলায় বহিষ্কার করা হল একগুচ্ছ নেতাকে