Saraswati Puja: সরস্বতী পুজোর সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

Saraswati Puja: এদিন সকালে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত বহরমপুর সাঁইথিয়া রাজ্য সড়কের চারাতলায়। সূত্রের খবর, এদিন স্কুটিতে চেপে একই পরিবারের তিনজন বহরমপুরের দিকে যাচ্ছিলেন। তখনই ঘটে দুর্ঘটনা।

Saraswati Puja: সরস্বতী পুজোর সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2024 | 6:01 PM

বহরমপুর: সরস্বতী পুজোর সকালেই বিষাদের মেঘ। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্য়ু হল একই পরিবারের তিনজনের। এদিন সকালে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত বহরমপুর সাঁইথিয়া রাজ্য সড়কের চারাতলায়। সূত্রের খবর, এদিন স্কুটিতে চেপে একই পরিবারের তিনজন বহরমপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি ডাম্পারের সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তাতেই ছিটকে পড়েন স্কুটিতে থাকা তিনজন।

স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু, শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এদিকে মৃত্যুর খবর চাউর হতেই ক্ষোভে ফুঁসতে থাকেন এলাকার বাসিন্দারা। রাস্তা অবরোধ করে চলে থাকে বিক্ষোভ। উত্তেজনার খবর পেয়ে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। মৃত্যু হয়েছে হাসানুর রহমান (৩২), তাঁর স্ত্রী স্নেহারুন্নেসা ইসলাম(২৪) ও তাঁদের সন্তান রাহাত রহমানের (৪)। তাঁদের বাড়ি বড়ঞার গোপীপুরে। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। শোকে পাথর হয়ে গিয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরা। 

ঘটনায় প্রশ্নের মুখে এলাকার ট্র্যাফিক ব্যবস্থা। ক্ষোভে ফুঁসছেন এলাকার লোকজন। অনেকেই বলছেন যখন এ ঘটনা ঘটে সেই সময় তীব্র গতিতে ছুটছিল ডাম্পারটি। সে কারণেই এ ঘটনা ঘটেছে। চালকের কঠোর শাস্তির দাবিও উঠেছে। যদিও চালক এখনও পলাতক। তাঁর খোঁজ পায়নি পুলিশ। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।