Murshidabad Crime: চায়ের দোকানে মুকচাঁদকে দেখেই এলোপাথাড়ি কোপ সৌরভের!

Murshidabad: ঘটনার পর পরিবারের তরফ থেকে আক্রান্ত মুকচাঁদ শেখের আত্মীয় সৌরভ মণ্ডলের নামে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। তবে ওই ঘটনার পরই এলাকা থেকে চম্পট দিয়েছে অভিযুক্ত সৌরভ মণ্ডল।

Murshidabad Crime: চায়ের দোকানে মুকচাঁদকে দেখেই এলোপাথাড়ি কোপ সৌরভের!
মুর্শিদাবাদের অপরাধের খবর
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2022 | 3:02 PM

ডোমকল: হাঁসুয়া দিয়ে এক ব্যক্তিকে এলোপাথারি কোপ আত্মীয়র। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের মেহেদিপাড়া এলাকায়। হামলায় গুরুতর জখম হয়েছেন মুকচাঁদ শেখ নামে ওই ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে কী কারণে, ওই ব্যক্তির উপর হামলা চালানো হয়েছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। ঘটনার পর পরিবারের তরফ থেকে আক্রান্ত মুকচাঁদ শেখের আত্মীয় সৌরভ মণ্ডলের নামে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। তবে ওই ঘটনার পরই এলাকা থেকে চম্পট দিয়েছে অভিযুক্ত সৌরভ মণ্ডল।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও এলাকারই একটি চায়ের দোকানে বসেছিলেন মুকচাঁদ শেখ। ওই সময়েই হঠাৎ সেখানে হাজির হয় মুকচাঁদের আত্মীয় সৌরভ মণ্ডল। হাতে হাঁসুয়া। কিছু বুঝে ওঠার আগেই মুকচাঁদের উপর আক্রমণ করে সে। হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ দিতে শুরু করে। পিঠে ও শরীরের অন্যান্য একাধিক জায়গা হাঁসুয়ার কোপে ক্ষত বিক্ষত হয়ে যায়। রক্তে ভেসে যায় চারিদিক। গুরুতর জখম অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন মুকচাঁদ। অতর্কিতে সেই হামলার পরই এলাকা থেকে চম্পট দেয় সৌরভ মণ্ডল। মুকচাঁদ শেখের সন্দেহ, তাঁর উপর হামলা চালানোর সময় সৌরভ মদ্যপ অবস্থায় ছিল।

এদিকে ওই ঘটনার পর তড়িঘড়ি মুকচাঁদকে উদ্ধার করে নিকটবর্তী ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীনই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকায় দেরি না করে গতরাতেই তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। কোনও পারিবারিক বিবাদ রয়েছে কি না, বা পুরনো কোনও শত্রুতা থেকে এই হামলা কি না, সেই সব দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে।