Murshidabad: বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, ভাঙচুর নার্সিংহোমে
Murshidabad: রবিবার সকালে বমি-পায়খানা জনিত সমস্যায় বারুইপুর রেল ওভার ব্রিজ সংলগ্ন একটি নার্সিংহোমে ভর্তি হন রমজান। পরিবারের অভিযোগ, সেখানে সঠিক চিকিৎসা না করে দীর্ঘক্ষণ রোগীকে ফেলে রাখা হয়।
মুর্শিদাবাদ: রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বারুইপুরে। মৃতের নাম রমজান মন্ডল(৫৪)। তাঁর বাড়ি সোনারপুর থানার দক্ষিণ চৌহাটি এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বমি-পায়খানা জনিত সমস্যায় বারুইপুর রেল ওভার ব্রিজ সংলগ্ন একটি নার্সিংহোমে ভর্তি হন রমজান। পরিবারের অভিযোগ, সেখানে সঠিক চিকিৎসা না করে দীর্ঘক্ষণ রোগীকে ফেলে রাখা হয়। কোনও চিকিৎসকও এসে তাঁকে দেখেননি বলে অভিযোগ।
রবিবার সন্ধ্যায় নার্সিংহোমের তরফে পরিবারের সদস্যদের জানানো হয় রমজানের মৃত্যু হয়। এরপরই পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। নার্সিংহোমে বেপরোয়া ভাঙচুর চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে যায় বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে এই নিয়ে কেউ মুখ খুলতে চায়নি।