Murshidabad: জল ছাড়ার পরিমাণ বাড়াল ফরাক্কা, প্লাবিত হওয়ার আশঙ্কায় সামশেরগঞ্জ

Murshidabad: নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে। যার জেরে অবিরাম চলছে বৃষ্টি। ফলে জলস্তর বেড়েছে গঙ্গায়। জানা যাচ্ছে, শনিবার ১১ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। ফরাক্কা বাঁধ প্রকল্প সুত্রের খবর, বিহার ও ঝাড়খণ্ড বিপুল পরিমাণ বৃষ্টি হতেই ফরাক্কা বাঁধ প্রকল্পের জলস্তর বৃদ্ধি হয়েছে।

Murshidabad: জল ছাড়ার পরিমাণ বাড়াল ফরাক্কা, প্লাবিত হওয়ার আশঙ্কায় সামশেরগঞ্জ
জল ছাড়ছে ডিভিসিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2024 | 8:59 PM

মুর্শিদাবাদ: লাগাতার বৃষ্টি। তারপর আবার নদী ভাঙন। ডিভিসিও জল ছাড়া শুরু করেছে। যার জেলে প্লাবনের আশঙ্কায় ঘুম উড়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জবাসীর। জানা যাচ্ছে, ফরাক্কা বাঁধ প্রকল্পের জলে বিপদসীমা অতিক্রম করায় দৈনন্দিন জল ছাড়ার পরিমাণ বাড়ছে। যদিও বিহার থেকে জল আসার কারণেই জল ছাড়তে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ বলে দাবি।

নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে। যার জেরে অবিরাম চলছে বৃষ্টি। ফলে জলস্তর বেড়েছে গঙ্গায়। জানা যাচ্ছে, শনিবার ১১ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। ফরাক্কা বাঁধ প্রকল্প সুত্রের খবর, বিহার ও ঝাড়খণ্ড বিপুল পরিমাণ বৃষ্টি হতেই ফরাক্কা বাঁধ প্রকল্পের জলস্তর বৃদ্ধি হয়েছে। এর জন্য খুলে দেওয়া হয়েছে বাঁধের সমস্ত গেট। যে পরিমাণ জল আসছে সেই পরিমাণ জল ছাড়া হয়েছে। ইতিমধ্যেই ৭৭.৩৪ ডেঞ্জার লেভেল অতিক্রম করেছে।

উল্লেখ্য, আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, দুর্যোগের হাত থেকে এখনই রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর। জানা যাচ্ছে, আরও একটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে।হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি ঝড়খন্ডের অতিভারী বৃষ্টিতে বিপদ আরও বাড়তে পারে। এর পাশাপাশি ৪৬ হাজার কিউসেক হারে জল ছেড়েই চলছে ডিভিসি। আর জল ছাড়ার পরিমাণ বাড়লে প্লাবন অনিবার্য বলেই মনে করছেন আবহবীদরা।