Mid-day Meal: মিড ডে মিলেও কাটমানি? চাকরি নিয়ে টানাটানি হতেই স্কুল পরিদর্শকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রধান শিক্ষকের

Mid-day Meal: ক্ষোভে ফুঁসছেন রামেশ্বরপুর জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় দত্ত। ঘটনা প্রসঙ্গে জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক অপর্না মণ্ডল বলছেন, “অভিযোগ আমরা পেয়েছি। পুরোটাই তদন্ত সাপেক্ষ। তদন্তের পরেই নিয়ম মেনে পদক্ষেপ করা হবে।”

Mid-day Meal: মিড ডে মিলেও কাটমানি? চাকরি নিয়ে টানাটানি হতেই স্কুল পরিদর্শকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রধান শিক্ষকের
বাম দিকে অমৃতা বিশ্বাস, ডান দিকে সঞ্জয় দত্তImage Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2024 | 6:46 PM

মুর্শিদাবাদ: মিড ডে মিলেও কাটমানি? স্কুল পরিদর্শকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের। কাটমানি না দেওয়ায় লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওই প্রধান শিক্ষকের। চাকরি নিয়েও টানাটানি! ভয়ে শেষ পর্যন্ত জেলা শিক্ষা দফতরের দ্বারস্থ হয়েছেন রামেশ্বরপুর জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় দত্ত। তিনিই গুরুতর অভিযোগ তুলেছেন স্কুল পরিদর্শক অমৃতা বিশ্বাসের বিরুদ্ধে। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। 

সঞ্জয়ের দাবি, “উনি আমাকে বলেন প্রতিদিন ৩০টা করে ছাত্র বাড়াতে হবে। তার হিসাবে ওনাকে ৫ টাকা ৪৫ পয়সা করে দিতে হবে। কিন্তু, আমাদের কোনও টাকা অতিরিক্ত হয় না। আবার ম্যাডাম একজন প্রভাবশালী সবাই জানে। তাই তাঁর ভয়ে আমি নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ফোন পে-তে ম্যাডামকে পেমেন্ট করি। ৩০ হাজার টাকা করে আমাদের তিনজনের থেকে মোট ৯০ হাজার টাকা চেয়েছিলেন।”

এই খবরটিও পড়ুন

ঘটনা প্রসঙ্গে জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক অপর্না মণ্ডল বলছেন, “অভিযোগ আমরা পেয়েছি। পুরোটাই তদন্ত সাপেক্ষ। তদন্তের পরেই নিয়ম মেনে পদক্ষেপ করা হবে।” এদিকে বিতর্কের আবহে অমৃতা বিশ্বাস আবার ঘুরিয়ে সঞ্জয়কের বিরুদ্ধেই সুর চড়াচ্ছেন। বলছেন, “ডিপার্টমেন্ট আগে তদন্ত করুক। অভিযোগ কে করেছে সেটা দেখতে হবে। ও একটা জেল খাটা আসামী। বাকিরা যাঁরা করেছে তাঁরাও জেল খাটা আসামী।”