Murshidabad: পুজোর ছুটির সুযোগটাই কাজে লাগিয়েছিল ওরা, রাতের অন্ধকারে চালাচ্ছিল এই কাজ

Murshidabad: মুর্শিদাবাদের বহরমপুর শহরের ২৬ নম্বর ওয়ার্ডের কৃষাণ বোস লেনের ঘটনা। ওই এলাকায় একটি পুকুর রয়েছে। সেই পুকুর ভরাট করে চলছে নির্মাণ কাজ। এবং কাজ শুরু করলেই আশেপাশের বাড়িতে ফাটল ধরে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

Murshidabad: পুজোর ছুটির সুযোগটাই কাজে লাগিয়েছিল ওরা, রাতের অন্ধকারে চালাচ্ছিল এই কাজ
বেআইনি নির্মাণের জেরে ফাটলImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2024 | 3:43 PM

বহরমপুর: পুকুর বুজিয়ে বহুতল নির্মাণ। তার জেরে পুকুরের পাশে থাকা বাড়িতে ফাটল। আদলত স্থগিতাদেশ দেওয়ার পরও পুকুরের বুজিয়ে চলছে ডবল বেসমেন্টের নির্মাণ কাজ। প্রতিবাদ করলে হুমকির সম্মুখীনও হতে হচ্ছে এলাকাবাসীদের। ঘটনাস্থলে পৌঁছেছে বহরমপুর থানার পুলিশ।

মুর্শিদাবাদের বহরমপুর শহরের ২৬ নম্বর ওয়ার্ডের কৃষাণ বোস লেনের ঘটনা। ওই এলাকায় একটি পুকুর রয়েছে। সেই পুকুর ভরাট করে চলছে নির্মাণ কাজ। এবং কাজ শুরু করলেই আশেপাশের বাড়িতে ফাটল ধরে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। পৌরসভার দারস্থ হয়েও সুরাহা মেলেনি। শেষমেশ জেলা শাসক, পুলিশ সুপারের দারস্থ হয় এলাকাবাসী। মহকুমা শাসক একটি অভিযোগ দায়ের করে সেটি আদালতে বিচারাধীন। অভিযোগ, বিষয়টি নিয়ে যখন আদালত বিচার করছে, সেই সময় পুজোর ছুটির সুযোগকে কাজে লাগিয়ে কাজ চালিয়ে যাচ্ছে প্রোমোটার।। এলাকাবাসীদের অভিযোগ, বিভিন্ন সময়ে এসে হুমকি দিয়ে যাচ্ছে। তারা অবিলম্বে এই কাজ বন্ধের দাবি জানিয়ে তাদের ক্ষতিপূরণের দাবি করেন।

এরপর উত্তেজনা এড়াতে ঘটনাস্থলে আসে পুলিশ। একজনকে আটক করে নিয়ে যায় বহরমপুর থানার পুলিশ আধিকারিকরা। এলাকাবাসী সুখেন্দু সিনহা বলেন, “পুকুর ভরাট করে কাজ হচ্ছে। পুলিশ-পৌরসভা-ডিএম-কাউকে বাদ রাখিনি। সবাইকে জানিয়েছি। এসডিও কোর্টে গিয়েছে কেসটা। পুকুর বুজিয়ে এভাবে হয় কী করে? প্ল্যান দেখতে চাইলে দেখাচ্ছে না।”