Adhir Chowdhury: ‘বন্দেমাতরম- ইনকিলাব নয়, বিধানসভায় জয় শ্রীরাম শুনতে চেয়েছিলেন মমতা,’ কটাক্ষ অধীরের

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Nov 09, 2021 | 4:28 PM

Adhir Chowdhury and Mamata Banerjee: 'বিধানসভায় ভাষণের শেষে মমতা কটাক্ষ করেন, 'বিরোধীদের বলব শুভ বিজয়া, শুভ দীপাবলি, শুভ ছট পুজো এবং শুভ অহঙ্কার।'

Adhir Chowdhury: বন্দেমাতরম- ইনকিলাব নয়, বিধানসভায় জয় শ্রীরাম শুনতে চেয়েছিলেন মমতা, কটাক্ষ অধীরের
মমতাকে তোপ অধীরের, ফাইল চিত্র

Follow Us

মুর্শিদাবাদ: “ওঁদের জন্য মর্মবেদনা হয়, দুঃখ হয় না। এটাই ওঁদের রীতি।” মঙ্গলবার বিধানসভায় চার বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানের বিজেপি বিধায়কদের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আর একুশের ভোটে কংগ্রেস ও বাম শূন্য বিধানসভা নিয়ে মমতাকেই দূষলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তাঁর কটাক্ষ, এমন বিধানসভাই চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। যেখানে ‘ বন্দেমাতরম’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ শোনা যাবে না, শুধু ‘জয় শ্রীরাম’ শোনা যাবে।

এদিন মমতা অভিযোগ করেছেন বিরোধীরা বিরোধীদের মতো বিধানসভার আচরণ করছে না। এ নিয়েই মুর্শিদাবাদ থেকে প্রতিক্রিয়া দেন কংগ্রেস সাংসদ। অধীর চৌধুরীর কথায়, “বিজেপি পার্টির নিজস্ব সিদ্ধান্ত (বিধানসভায় না থাকা)। আমরা প্রথম থেকে বলেছিলাম, বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে তাঁর সরকারকে ব্যবহার করে তাঁর দলকে ব্যবহার করে সমস্ত রকম বল প্রয়োগ করে বাম- কংগ্রেসকে শূন্য আসনে নামিয়ে দিয়েছে‌। তার পরিনামে যে সব থেকে বেশি লাভবান হয়েছে তাঁর নাম বিজেপি।”

এর পর তিনি যোগ করেন, “পশ্চিমবঙ্গে বিধানসভায় সরকারি দলের বিপক্ষে ‘বন্দেমাতরম’ শোনা যাবে না, ‘ইনকিলাব জিন্দাবাদ’ শোনা যাবে না। শোনা যাবে শুধু ‘জয় শ্রীরাম’ (স্লোগান)। মমতা ব্যানার্জি যেটা পছন্দ করেন, বিধানসভায় যাদের বিরোধী বলা হয়, তাদের বিরোধী দল নিয়ে যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। কারণ তারা আগে পরিষদীয় রাজনীতি করেনি।”

তৃণমূল ও বিজেপি-কে একযোগে আক্রমণ করে অধীর আরও বলেন, “পরিষদীয় রাজনীতিতে কংগ্রেস এবং বামেরা যুগের পর যুগ পরিষদীয় ও রাজনীতিতে দক্ষ। আমরা বিধানসভায় ভাঙচুরও করিনা আর বিনা কারণে বিধানসভায় অংশগ্রহণ না করে চলে যাই না। বিধানসভা বয়কট করতে হলে প্রতিবাদ থাকে। কারণ থাকতে হয় এবং সাধারণ মানুষের সমর্থন থাকতে হয়।” বিজেপি বিধায়কদের বিধানসভায় না থাকার কোনও কারণ নেই বলে পরোক্ষে দাবি করেন অধীর।

এদিকে বিধানসভায় অনুপস্থিত বিজেপি বিধায়কদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘যাদের থাকার কথা, তারা আজ নেই। গণতন্ত্রের রীতি, হেরে গেলেও জয়ী প্রার্থীকে অভিনন্দন জানানো। কিন্তু ওরা ও সব মানে না। ওরা অ্যাসেম্বলিটাকে অ্যাসেম্বলি বলে মনেই করে না। ওদের জন্য মর্মবেদনা হয়, তবে দুঃখ হয় না, ওদের এটাই রীতি।’

এখানেই শেষ নয়, বিধানসভায় ভাষণের শেষে মমতা কটাক্ষ করেন, ‘বিরোধীদের বলব শুভ বিজয়া, শুভ দীপাবলি, শুভ ছট পুজো এবং শুভ অহঙ্কার।’

আরও পড়ুন: Adhir Chowdhury: ‘তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যেতে পারেন ধনখড়,’ বিস্ফোরক অধীর চৌধুরী 

আরও পড়ুন: Bengal Cabinet: মন্ত্রিসভায় বড় রদবদল, পঞ্চায়েতে পুলক রায়, অর্থ দফতর থাকছে মমতার হাতে 

আরও পড়ুন: Mamata Banerjee: ‘ওরা যখন মর্জি তখন আসে, ওদের জন্য দুঃখ হয় না’, বিরোধী শূন্য বিধানসভায় ক্ষোভ মমতার

Next Article