Minor Girl Murder: ফুল দেওয়ার লোভ দেখিয়ে ১০ বছরের মেয়েকে খুন করে বস্তাবন্দি করার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

Minor Girl Murder: মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়। মৃত নাবালিকার পরিবারের দাবি, নাবালিকা ও তার পরিবার দিল্লি থেকে দু'মাস আগে ফরাক্কায় এসেছিল। এবার রবিবার ভোরবেলা বান্ধবীদের সঙ্গে ফুল কুড়োতে গিয়েছিল।

Minor Girl Murder: ফুল দেওয়ার লোভ দেখিয়ে ১০ বছরের মেয়েকে খুন করে বস্তাবন্দি করার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
মুর্শিদাবাদে উত্তেজনাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2024 | 4:25 PM

ফরাক্কা: বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল মেয়েটা। ফুল কুড়িয়ে আনছিল ঘরে। তবে বিপদ যে ঘনাচ্ছিল কে বুঝবে? পুজোর ফুল দেওয়ার লোভ দেখিয়ে দশ বছরের ওই নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়। মৃত নাবালিকার পরিবারের দাবি, নাবালিকা ও তার পরিবার দিল্লি থেকে দু’মাস আগে ফরাক্কায় এসেছিল। এবার রবিবার ভোরবেলা বান্ধবীদের সঙ্গে ফুল কুড়োতে গিয়েছিল। মৃতের পরিবারের অভিযোগ, সেই সময়ই অভিযুক্ত প্রতিবেশী নাবালিকাকে ফুল দেওয়ার নামে বাড়িতে ডাকে। তারপর তাকে খুন করে বস্তাবন্দি অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য পড়ে যায় এলাকায়। ঘটনার খবর পেয়ে এলাকায় আসে ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দেহ উদ্ধার করা বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের বাবা বলেন, “আমরা দুমাস হল এসেছি। পুজোর জন্য এসেছিলাম। যখন ঘটেছে তখন বাড়িতে কেউ ছিলাম না। এরপর আমার বউ ফোনে বলল সবটা। তখন শুনলাম। মেয়েটাকে আমার মেরে বস্তার ভিতর ঢুকিয়ে দিয়েছে।”