নদিয়া: তিন বছরের জন্য জমি দেওয়া হয়েছিল পুরসভার। কিন্তু সেই মেয়াদ অতিক্রান্ত। অথচ জমি ছাড়েননি পুরসভার কোঅর্ডিনেটর। ফলত নোটিশ পাঠানো হল তাঁকে। চুক্তি বাতিল করে সাত দিনের মধ্যে পুরসভার দেওয়ার জমি খালি করতে নির্দেশ দেওয়া হল তাঁকে।
জানা গিয়েছে,কল্যাণী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর নিবেদিতা পশু। তাঁকেই ১১ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় জমি দেওয়া হয়েছিল। তিন বছরের চুক্তিতে সই করে সেই জমি নিয়েছিলেন নিবেদিতা দেবী। এবার গতবছরের জুলাই-আগস্ট মাসের দিকেই সেই জমির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। এরপর আর নবীকরণ করা হয়নি। এরপরই জমি ফেরতের নোটিশ চাওয়া হয় নিবেদিতা দেবীর কাছ থেকে।
যদিও নিবেদিতা বসুর দাবি, “জমিটি সংযোগ ফাউন্ডেশন নামে একটি সংস্থার। আমার নামে এই জমিটি নয়। আমি সংস্থার সেক্রেটারি। সেই হিসেবে পুরসভা যখন জমিটি দেয় তখন আমি সেক্রেটারি হিসেবে স্বাক্ষর করি। নবিকরণের সময় এলে আমার কাছে চুক্তি বাতিলের নোটিশ আসে। কিন্তু কোনো নোটিশ ছাড়াই এই চুক্তি বাতিল করা হয়েছে।” পুরসভার ভাইস চেয়ারম্যান বলরাম মাঝি বলেন, “আমাদের যারা আধিকারিক তারা এলাকা পরিদর্শন করেছেন। তারপর সেই মতো রিপোর্ট জমা করেছেন। দেখা যায় ওই জমির লাইসেন্স অগাস্ট মাসে উত্তীর্ণ হয়েছে। যে কোনও লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে যে কোনও সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করে তার রিনিউভাল করতে হয়। দেখা গেল সেটা হয়নি। সেই কারণে পৌর বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।”
আরও পড়ুন: Amdanga Arms Recover: পুলিশের খাতায় ভুরি ভুরি অভিযোগ, শেষমেশ এলাকা থেকেই গ্রেফতার আমডাঙার ২ ত্রাস
আরও পড়ুন: Budget 2022: রাস্টি ব্রাউনে অফ-হোয়াইট সুতোর কাজ, এবারও বাজেটে নজর কাড়ল নির্মলা সীতারমণের শাড়ি