Nadia: ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ২ কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার
Nadia Gold Recovery: বিএসএফ সূত্রে খবর, নদিয়ার ভীমপুর থানার মলুয়াপাড়া এলাকার ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশি সোনা পাচারকারীরা ভারতীয় পাচারকারীদের হাতে প্রায় ২ কিলো ৩০০ গ্রাম সোনার বাট পাচার করে। ঠিক সেই সময় বিএসএফের জওয়ানরা সোনা সহ এক ভারতীয় এক পাচারকারীকে গ্রেফতার করে।

নদিয়া: আবার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ২ কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার। বিএসএফের হাতে পাকড়াও এক পাচারকারী। ঘটনাটি নদিয়ার ভীমপুর থানার মলুয়াপাড়া এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে। নদিয়ার সীমান্তে সোনা পাচার রুখল বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ান। ২ কিলো ৩০০ গ্রাম সোনার ২০ টি বাট সহ গ্রেফতার এক ভারতীয় পাচারকারী।
বিএসএফ সূত্রে খবর, নদিয়ার ভীমপুর থানার মলুয়াপাড়া এলাকার ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশি সোনা পাচারকারীরা ভারতীয় পাচারকারীদের হাতে প্রায় ২ কিলো ৩০০ গ্রাম সোনার বাট পাচার করে। ঠিক সেই সময় বিএসএফের জওয়ানরা সোনা সহ এক ভারতীয় এক পাচারকারীকে গ্রেফতার করে। যদিও বাংলাদেশি সোনা পাচারকারীরা তৎক্ষণাৎ ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা এখন তদন্ত সাপেক্ষ। গোপন সূত্রে খবর পেয়ে, এই অভিযান চালায় বলে বিএসএফ সূত্রে খবর। তবে এত সংখ্যক সোনা কোথা থেকে কোথায় পাচার করা হচ্ছিল এবং এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত ছিল তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ। সম্প্রীতি ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশি পাচারকারী এবং ভারতীয় পাচারকারী যৌথভাবে একাধিকবার সোনা পাচারের ঘটনা ঘটিয়েছে, তারপর থেকে অতি সক্রিয়তা বাড়ে বিএসএফের।
বাড়তি নজরদারি বাড়ানো হয় সীমান্তে। অত্যাধুনিক সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে সীমান্তের একাধিক এলাকায়, এছাড়াও অত্যাধুনিক আলোর ব্যবস্থাও করা হয়। এবার বিএসএফের তীক্ষ্ণ নজর দাড়ির ফলে আবারো মিলল বড়সড় সাফল্য, রুখে দেওয়া হল সোনা পাচার, গ্রেফতার করা হয় পাচারকারীকে।
