Nadia: কালীপুজোর আগে লাগাতর অভিযান, বেআইনি শব্দবাজি বিক্রির অভিযোগে গ্রেফতার
Nadia fire Crackers: নদিয়ার নবদ্বীপ গোসাই বাজার থেকে লক্ষ্মী পুজোর রাতে বিপুল পরিমাণ শব্দবাজি আটক করে নবদ্বীপ থানার পুলিশ। সঙ্গে এক বাজি বিক্রেতাকে আটক করে বলে পুলিশ সূত্রে খবর। বেশ কয়েকদিন ধরে উৎসবের মরশুমে শব্দবাজি নিষিদ্ধ নিয়ে প্রচার পর্ব চালাচ্ছিল নবদ্বীপ থানার পুলিশ।

নদিয়া: বেআইনিভাবে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করার অভিযোগে গ্রেফতার এক। লক্ষ্মী পুজোর রাতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রচুর বেআইনি শব্দবাজি। বিক্রেতার কাছ থেকে মেলেনি বাজি বিক্রির অনুমতিপত্র। অভিযুক্ত বিক্রেতাকে গ্রেফতার করা হয়। ধৃতকে মঙ্গলবার পেশ করা হয় নবদ্বীপ আদালতে। ঘটনাটি নদীয়ার নবদ্বীপ থানার গোসাই বাজার এলাকায়।
নদিয়ার নবদ্বীপ গোসাই বাজার থেকে লক্ষ্মী পুজোর রাতে বিপুল পরিমাণ শব্দবাজি আটক করে নবদ্বীপ থানার পুলিশ। সঙ্গে এক বাজি বিক্রেতাকে আটক করে বলে পুলিশ সূত্রে খবর। বেশ কয়েকদিন ধরে উৎসবের মরশুমে শব্দবাজি নিষিদ্ধ নিয়ে প্রচার পর্ব চালাচ্ছিল নবদ্বীপ থানার পুলিশ। সেই প্রচার অমান্য করে লক্ষ্মী পুজোর রাতে নিষিদ্ধ শব্দবাজি বিক্রির খবর রয়েছে নবদ্বীপ থানায়।
গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় নবদ্বীপ থানার পুলিশ। নবদ্বীপ গোঁসাই বাজারে এক বাজি বিক্রেতা দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি আটক করে। এই খবর পাওয়া মাত্রই পার্শ্ববর্তী যে সমস্ত বাজি বিক্রেতা বাজি বিক্রি করছিল, তারাও সঙ্গে সঙ্গে বাজি বিক্রি বন্ধ করে দেয়। এখনও পর্যন্ত কত পরিমাণ ঠিক নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে তার হিসেব পাওয়া যায়নি। তবে পুলিশ সূত্রে খবর, বিপুল পরিমাণ শব্দবাজি তারা বাজেয়াপ্ত করেছে। সেই সঙ্গে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে তোলা হয় আদালতে।
প্রতিবারই কালীপুজোর আগে পুলিশের তরফ থেকে এই ধরনের অভিযান চালানো হয়। শব্দবাজি বানানো ও বিক্রির পর দীর্ঘ কয়েক বছর ধরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবুও অনেক ক্ষেত্রে বিশেষ করে, বেআইনি বাজি কারখানাগুলোতে শব্দবাজি নির্মাণ করা হয়। আর লুকিয়ে সে বাজি বিক্রিও হয়। ২০২৩ সালেই পূর্ব মেদিনীপুরের এগরায় খাদিকুলে বোমা বিস্ফোরণে একাধিক জনের মৃত্যু হয়। তারপর নীলগঞ্জেও একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। তারপর এই বিষয়টিতে আরও নজরদারি বাড়িয়েছে প্রশাসন। কালীপুজোর আগে পর্যন্ত এই অভিযান ঘন ঘন চলবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
