Nadia: খুচরো টাকা নিয়ে ঝামেলা, যাত্রীকে মারার অভিযোগ উঠল সিভিকের বিরুদ্ধে
Nadia: স্থানীয় সূত্রে খবর, ফেরিঘাটের ভাড়া নিয়ে বচসা চলছিল। সেই সময় এক যুবককে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ ঘাট মালিক ও শান্তিপুর থানার এক সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়রের নাম গোষ্ঠ সরকার। শান্তিপুর থানায় তিনি কর্মরত। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
নদিয়া: ফের প্রশ্নের মুখে সিভিক ভলান্টিয়রের ভূমিকা। ফেরিঘাটের বচসার জেরে এক যাত্রীর মুখ ফাটানোর অভিযোগ উঠল ঘাট মালিক ও এক যাত্রীর বিরুদ্ধে। ক্ষুব্ধ গ্রামবাসী রাগের জেরে ওই সিভিককে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে উদ্ধার করেন তাঁকে।
স্থানীয় সূত্রে খবর, ফেরিঘাটের ভাড়া নিয়ে বচসা চলছিল। সেই সময় এক যুবককে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ ঘাট মালিক ও শান্তিপুর থানার এক সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়রের নাম গোষ্ঠ সরকার। শান্তিপুর থানায় তিনি কর্মরত। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, বুধবার আনুমানিক দুপুর তিনটে নাগাদ শান্তিপুর থানার মানিক নগর ফেরিঘাটে অন্যান্য সব যাত্রীর মতোই গঙ্গা পাড় হতে যাচ্ছিল শুভ বসাক ও তাঁর বন্ধু। শুভ পেশায় শাড়ি ব্যবসায়ী। সেই সময় ভাড়ার খুচরো পয়সা নিয়ে বচসা বাধে ঘাটমালিকের সঙ্গে। ওই যুবকের দাবি, তাঁর কাছে খুচরো ছিল না। সেই কারণে ঘাট মালিককে তিনি জানান, ফেরার পথে বাকি সব টাকা মিটিয়ে দিয়ে এসে বাড়ি ফিরবেন। আর এই নিয়েই বচসার সূত্রপাত। তারপর এই শুরু হয় বাকবিতণ্ডা এবং পরে ওই যুবকের হাত থেকে হেলমেট কেড়ে তা দিয়ে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ঘাট মালিক ও সিভিকের বিরুদ্ধে।
শুভবাবুর দাবি, সে নিয়মিত এই ঘাট দিয়েই ব্যবসায়িক কাজে যাতায়াত করেন। বর্তমানে এই ঘটনার পর তিনি আতঙ্কে রয়েছেন। আগামী দিনও এই ঘাটে যাতায়াত করতে গেলে সমস্যায় পড়তে পারেন বলেও আশঙ্কা করছেন। এছাড়াও ওই নাদন ঘাট থানার ডাঙাপাড়া এলাকার আরও এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে।
এরপর ওই ঘাট মালিক ও সিভিক ভলান্টিয়রকে দীর্ঘক্ষণ ধরে আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। পরে খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে আসে শান্তিপুর থানার পুলিশ।তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের আটক করে নিয়ে যায়। শুভ বলেন, “আমি তো রোজই যাতায়াত করি। খুচরো টাকা দেওয়া নিয়ে ঝামেলা হয়। ব্যাস সঙ্গে সঙ্গে হেলমেট দিয়ে মারতে শুরু করে।”