Chakdaha: ডিউটি থেকে বাড়ি ফিরছিলেন, ট্রেন থেকে হঠাৎ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়রের
Nadia: জানা গিয়েছে, চাকদহ থানায় সিভিক ভলেন্টিয়ার্সে কর্মরত ছিলেন তিনি। থানার সিসিটিভি ক্যামেরার দেখাশোনা করতেন। প্রত্যেক দিনের মতো গতকাল অর্থাৎ রবিবার রাত আনুমানিক দশটা নাগাদ সমগ্র কাজ শেষ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চাকদা স্টেশন থেকে ট্রেন ধরেন।

চাকদা: কাজ সেরে থানা থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় ট্রেন থেকে পড়ে এক সিভিক ভলান্টিয়র। আর তারপরই মর্মান্তিক পরিণতি। মৃত্যু হল তাঁর। মৃতের সিভিক ভলান্টিয়রের নাম সুভাষ বর্মণ (৩৭)। তিনি চাকদা থানার অন্তর্গত মদনপুরের বাসিন্দা।
জানা গিয়েছে, চাকদহ থানায় সিভিক ভলেন্টিয়ার্সে কর্মরত ছিলেন তিনি। থানার সিসিটিভি ক্যামেরার দেখাশোনা করতেন। প্রত্যেক দিনের মতো গতকাল অর্থাৎ রবিবার রাত আনুমানিক দশটা নাগাদ সমগ্র কাজ শেষ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চাকদা স্টেশন থেকে ট্রেন ধরেন। স্টেশন থেকে ট্রেন মদনপুরের দিকে যাওয়ার উদ্দেশ্যে ছাড়তেই ট্রেন থেকে পড়ে যান ওই সিভিক ভলেন্টিয়ার। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে আসে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তবে কীভাবে তাঁর মৃত্যু হল কারণ জানতে তার মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে সোমবার পাঠানো হয়েছে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। অন্যদিকে মৃতদেহ সোমবার সকালে নিয়ে যাওয়া হয় চাকদা থানায় সেখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন চাকদা থানার ভারপ্রাপ্ত আইসি অরিন্দম মুখোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা।
