AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kaliganj By election: উপভোটেও উত্তেজনা,BJP-র পোলিং এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ

| Edited By: | Updated on: Jun 20, 2025 | 9:35 AM
Share

Kaliganj Bypoll 2025: বৃহস্পতিবার সকাল সাতটা থেকে নির্বাচন শুরু হলেও ভোটারদের কাউকে সেই ভাবে লক্ষ্য করা যাচ্ছে না বুথ কেন্দ্রে। বিগত বেশ কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে বলা যেতে পারে মানুষজন এখনও বাড়ি থেকে কম বেরাচ্ছেন, ভোটমুখী হননি।

Kaliganj By election: উপভোটেও উত্তেজনা,BJP-র পোলিং এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ
কালীগঞ্জে উপভোটImage Credit: Tv9 Bangla

নদিয়া: ২০২৬-এর নির্বাচনের খুব বেশি দেরী নেই। তার আগে নদিয়ার কালীগঞ্জে বৃহস্পতিবার হচ্ছে উপনির্বাচন। সামনের বছর বিধানসভা ভোটের আগে এই উপভোট যে বাংলার রাজনৈতিক রিহার্সালের সমান তা বলাই বাহুল্য। এদিনের ভোটে মূলত ত্রিমুখী লড়াই হতে চলছে। একদিকে শাসকদল তৃণমূল, প্রধান বিরোধী দল বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থীর মধ্যে লড়াই।

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে নির্বাচন শুরু হলেও ভোটারদের কাউকে সেই ভাবে লক্ষ্য করা যাচ্ছে না বুথ কেন্দ্রে। বিগত বেশ কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে বলা যেতে পারে মানুষজন এখনও বাড়ি থেকে কম বেরাচ্ছেন, ভোটমুখী হননি। তবে ব্যতিক্রম দু’একটি বুথ কেন্দ্র ছাড়া মানুষ ভোট প্রায় দিতে যাচ্ছেন না বললেই চলে। কিন্তু দেখার বিষয় বেলা বাড়লে পরবর্তীতে এই ভোট দানের হার বাড়ে কি না।

এ দিকে, উপভোটকে ঘিরে নির্বাচন কমিশনের তৎপরতা চোখে পড়ার মতো। প্রতিটি বুথেই রয়েছেন নিরাপত্তারক্ষীরা। সিসিটিভি মোতায়েন করা হয়েছে। ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশও প্রতি মুহূর্তে পরিস্থিতির উপর নজর রেখে চলেছে। এক পোলিং এজেন্ট জানালেন, “অন্যান্যবারের থেকে এবারের ব্যবস্থা ভাল হয়েছে। পোলিং এজেন্টদের বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই উদ্যোগে কাজের সুবিধা হবে বলেই আমার মনে হয়।”

বস্তুত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যু হয়। তারপর থেকেই এই আসন খালি। সেই কারণেই আজ এখানে উপনির্বাচন। এই কেন্দ্রে তৃণমূল ভরসা রেখেছে প্রয়াত নাসিরউদ্দিনের মেয়ে আলিফা আহমেদের উপর আর বিজেপি এখানে প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে আশিস ঘোষকে। অপরদিকে, কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখকেই সমর্থন করছে বামেরা। মূলত এই ভোটে যিনি জয়ী হবেন সেই বিধায়কের কার্যকাল এক বছর কি তারও কম সময়। তবে সামনের বছর বিধানসভা ভোটের আগে রাজনৈতিক দলগুলি এই উপভোটকে হাতিয়ার করে যে নিজেদের শক্তি বুঝে নিতে চাইছে তা বলার অপেক্ষা রাখে না।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 19 Jun 2025 10:06 AM (IST)

    বিজেপি প্রার্থী এবং প্রিসাইডিং অফিসারের মধ্যে তীব্র বিবাদ

    • চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠ। ৫৬ নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্ট বুথে বসতে না দেওয়ার অভিযোগ।
    • প্রিসাইডিং অফিসারের দাবি, বুথের ভোটার না হওয়ায় এজন্টকে বসতে দেওয়া হয়নি।
    • বিজেপি প্রার্থী এবং ইলেকশন এজেন্টের অভিযোগ, প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করছেন। শাসকদলের হয়ে কাজ করছেন। বুথে পোলিং এজেন্ট হয়ে বসার জন্য ওই বুথের ভোটার হতেই হবে এমন কোনও নিয়ম নেই বলেও দাবি বিজেপির।
    • বিজেপি প্রার্থী এবং প্রিসাইডিং অফিসার দু’পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয়।
  • 19 Jun 2025 10:04 AM (IST)

    সব দলের পতাকা ফেস্টুন খুলে ফেলল কমিশন

    • ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের লাগানো দলীয় পতাকা এবং ফ্ল্যাগ ফেস্টুন খুলে নিলো নির্বাচন কমিশনের আধিকারিকরা।
    • সকাল থেকেই ত্রিমুখী লড়াইয়ে জমজমাট ভোটদান পর্ব।
    • যে সমস্ত ভোট কেন্দ্র গুলির সামনে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে দলীয় পতাকা এবং ফ্ল্যাট ফেস্টুন লাগানো হয়েছিল, সে সমস্ত গুলিকে খুলে ফেললেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।
  • 19 Jun 2025 10:02 AM (IST)

    আতঙ্কিত বিজেপি প্রার্থী, কেন?

    • সকাল সকাল ভোট দান করলেন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষ।
    • ভোট দেওয়ার শেষে তিনি বলেন, “এই উপনির্বাচনে আমি আতঙ্কে রয়েছি। ছাপ্পা ভোট দেওয়া চেষ্টা করবে শাসক দল। মানুষ সঠিকভাবে রায় দিতে পারে, সেই দিকে লক্ষ্য রাখব। এছাড়াও দু একটি জায়গায় আমাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি।”

Published On - Jun 19,2025 9:01 AM