PM Modi: একদিনে ৪ সভা, বাংলায় এসে ৫ বড় গ্যারান্টি দিয়ে গেলেন মোদী

অবন্তিকা প্রামাণিক | Edited By: জয়দীপ দাস

May 12, 2024 | 4:57 PM

PM Modi: রাত পোহালেই বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূমে ভোট। এদিন আবার মোদী প্রথমে যান ভাটপাড়ায়। সেখান থেকে হুগলি হয়ে হাওড়া। এদিন ফের তাঁর মুখে শোনা গেল ‘মোদী গ্যারান্টি’ এর কথা। এক, দুই নয়, ভাটপাড়ার মঞ্চ থেকে একেবারে পাঁচ গ্যারান্টি দিয়ে দিলেন তিনি।

PM Modi: একদিনে ৪ সভা, বাংলায় এসে ৫ বড় গ্যারান্টি দিয়ে গেলেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Image Credit source: PTI

Follow Us

ভাটপাড়া: ফের বঙ্গে মোদী। এবার একযোগে একেবারে বাংলার চার জায়গায় করে ফেললেন সভা। ঝড় তুললেন প্রচারে। হাজার হাজার সমর্থকদের মাঝে দাঁড়িয়ে ফের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তুলোধনা করলেন তৃণমূলের। রাত পোহালেই বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূমে ভোট। এদিন আবার মোদী প্রথমে যান ভাটপাড়ায়। সেখান থেকে হুগলি হয়ে হাওড়া। এদিন ফের তাঁর মুখে শোনা গেল ‘মোদী গ্যারান্টি’ এর কথা। এক, দুই নয়, ভাটপাড়ার মঞ্চ থেকে একেবারে পাঁচ গ্যারান্টি দিয়ে দিলেন তিনি। প্রসঙ্গত, হুগলি-হাওড়ার বড় অংশে ভোট রয়েছে ২০ মে। ওই দিনই ভোট রয়েছে ব্যারাকপুর, বনগাঁ, উলুবেড়িয়াতেও। 

ফের একবার কথা বললেন সংরক্ষণ নিয়ে, কথা বললেন রাম নবমী নিয়ে, কথা বললেন রাম মন্দির নিয়েও। ভাটপাড়ার সভা থেকে মোদী বলেন, “আমি বাংলায় পাঁচ গ্যারান্টি দিচ্ছি। যত দিন মোদী আছে ততদিন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যাবে না, এসসি, ওবিসিদের সংরক্ষণ কেউ ছিনিয়ে নিতে পারবে না।” এরপরই তাঁর সংযোজন, “রাম নবমী পালন করতে কেউ বাধা দিতে পারবে না, রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কেউ পাল্টাতে পারবে না।” এদিন ফের সিএএ নিয়েও কথা বলেন তিনি। সুর চড়ান সিএএ-র পক্ষে। 

প্রসঙ্গত, সম্প্রতি আবার সিএএ-র বিরোধিতায় নানা জায়াগায় ভোট প্রচারে গিয়ে সিএএ-র বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। সাফ বলেছেন, সিএএ হতে দেব না। যা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতোরও চলছে। যদিও প্রধানমন্ত্রীর সাফ কথা, “মোদীর সিএএ আইন কেউ রদ করতে পারেন না। আর মোদীর গ্যারান্টি মানে পূরণ হওয়ার গ্যারান্টি।” 

Next Article