AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajarhat Fake Job: বাদ গেল না চাকরিহারাও! ৪ লক্ষ টাকা হাতিয়ে রাজারহাট পুলিশের হাতে গ্রেফতার ব্যক্তি

Rajarhat Fake Job: পুলিশ সূত্রে খবর, নদিয়ার তেহট্টের বাসিন্দা প্রণব মজুমদার (৩০)। তিনি রাজারহাটে একটি বাড়ি ভাড়া করে থাকতেন। জানা গিয়েছে, লকাউনের সময় প্রণববাবু কর্মহীন হয়ে পড়েন। হন্যে হয়ে কাজ খুঁজতে শুরু করেন। তখনই আলাপ হয় বছর পঞ্চাশের প্রতিবেশী সঞ্জয় চক্রবর্তী ও তাঁর ছেলের সঙ্গে।

Rajarhat Fake Job: বাদ গেল না চাকরিহারাও! ৪ লক্ষ টাকা হাতিয়ে রাজারহাট পুলিশের হাতে গ্রেফতার ব্যক্তি
অভিযুক্ত ব্যক্তিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 17, 2023 | 11:29 AM
Share

রাজারহাট: লকডাউনের সময় চাকরি চলে গিয়েছিল। আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছিল প্রতারক। কর্মহীন ব্যক্তিকে কলকাতা বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগ ওঠে। রাজারহাট পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, নদিয়ার তেহট্টের বাসিন্দা প্রণব মজুমদার (৩০)। তিনি রাজারহাটে একটি বাড়ি ভাড়া করে থাকতেন। জানা গিয়েছে, লকাউনের সময় প্রণববাবু কর্মহীন হয়ে পড়েন। হন্যে হয়ে কাজ খুঁজতে শুরু করেন। তখনই আলাপ হয় বছর পঞ্চাশের প্রতিবেশী সঞ্জয় চক্রবর্তী ও তাঁর ছেলের সঙ্গে। অভিযোগ, সঞ্জায়বাবু কলকাতা বিমানবন্দরে চাকরি পাইয়ে দেবেন বলেছিলেন প্রণবকে। সেই মতো তাঁর কাছ থেকে চার লক্ষ টাকা চান তিনি। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও কোনও চাকরি না হওয়ায় সন্দেহ হয় তাঁর।

এরপরই বিমানবন্দরের সিকিউরিটি অফিসে পৌঁছন প্রদীপ মজুমদার। সেখানেই যেতেই খোলসা হয় সবটা। জানতে পারেন প্রতারিত হয়েছেন। এরপর চলতি মাসের ৬ তারিখ রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নামে রাজারহাট থানার পুলিশ। এরপরই সঞ্জয়কে গ্রেফতার করেন তাঁরা। যদিও, অভিযুক্তের ছেলে ভিন রাজ্যে পলাতক।