Arjun Singh: কার নির্দেশে সাংসদের বাড়িতে বোমাবাজি? ধৃতদের থেকে নাম আদায়ে তত্‍পর এনআইএ

Arjun Singh: সূত্রের খবর, ধৃত এই দু'জই বোমা ছুড়েছিল। কিন্তু কার নির্দেশে তারা বোমা ছুড়েছিল, তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Arjun Singh: কার নির্দেশে সাংসদের বাড়িতে বোমাবাজি? ধৃতদের থেকে নাম আদায়ে তত্‍পর এনআইএ
অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2021 | 11:26 AM

কলকাতা: জগদ্দলে অর্জুন সিংহের (Arjun Singh) বাড়ির সামনে বোমাবাজি, গ্রেফতার ২। ভাটপাড়া থেকে ২ অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ। ধৃতদের নাম রাহুল কুমার, বাদল বাসফোর। বুধবার ধৃতদের বিশেষ এনআইএ বিশেষ আদালতে তোলা হবে। সূত্রের খবর, এনআইএ ধৃতদের ১৪ দিনের এনআইএ হেফাজতের আবেদন জানাবে।

সূত্রের খবর, ধৃত এই দু’জই বোমা ছুড়েছিল। কিন্তু কার নির্দেশে তারা বোমা ছুড়েছিল, তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বোমাবাজির ঘটনায় অর্জুন দাবি করেন, ভবানীপুরের ইলেকশনের অবজারভার করেছে দল। তাই জন্য তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে। এর আগেও ১১ বার তাঁকে আক্রমণ করা হয়েছে। বারবার হামলার কারণ তাঁকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে। তিনি আরও যোগ করেন, তবে যে ধরনের বোমা চলেছে তা অতি সক্রিয় বোমা।

ভাটাপাড়ায় বারবার গুলি, বোমা এবং খুনের ঘটনায় আতঙ্কিত এলাকার বাদিন্দারা। দিনকে দিন বাড়ছে দুষ্কৃতীরাজ। অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসীরাও। স্থানীয় বাসিন্দারাই বলছেন, ভাটপাড়া ছেড়ে চলে যেতে ইচ্ছা হয়। সেপ্টেম্বরেই সিআইএসএফ প্রহরার দেড় ফুটের মধ্যেই সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি হয়। তবে এই প্রথমবার নয়, ভোট পরবর্তী পর্যায়ে জুলাই মাসেও অর্জুনের বাড়িতে বোমাবাজি হয়।

সাংসদ অর্জুন সিং ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। আর তার ছেলে বিধায়ক পবন সিং ওয়াই ক্যাটাগরি নিরাপত্তার দায়িত্বে আছে সিআইএসএফ।  সাংসদের বাড়িতে এবং তাঁর বাড়ির দরজায় মাছিও বসতে পারে না! কেউ প্রবেশ করতে গেলে তাঁর মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং, সারা শরীর চেকিং করা হয়।

এমনকি সবার পকেট চেকিং হওয়ার পর তবেই প্রবেশের অনুমতি মেলে। বাড়ির সামনে ‘নো পার্কিং জোন’। সাধারণের প্রবেশ নিষিদ্ধ। এই অবস্থায় দুস্কতীরা কিভাবে বারে বারে বোমাবাজি করে? নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাংসদের পুত্র পবন সিংও।

পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছিল অন্য ব্যাখ্যা। বলা হয়েছিল, স্থানীয় একটি চায়ের দোকানে বিবাদের জেরে এই ঘটনা ঘটে। কিন্তু কেন সাংসদের বাড়ির সামনে বোমা মারার সাহস পেল দুষ্কৃতীরা? তাও আবার সিআইএসএফ জওয়ানের সামনেই? বোমাবাজির পর এলাকায় নতুন করে আরও ২০টা সিসিটিভি ক্যামেরা বসানো হয়। বাড়ানো হয় পুলিশ পিকেট। সঙ্গে তো সিআইএসএফ জওয়ানদের প্রহরাও রয়েছে।বারবার এই ধরনের ঘটনার পর সাংসদ অর্জুন সিং-কে জ়েড ক্যাটাগরির নিরাপত্তা দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। তত্পরতার সঙ্গে ঘটনার তদন্ত শুরু করে এনআইএ।

আরও পড়ুন: Weather Update: আবারও মেঘ জমেছে আকাশের মনে! ফের দক্ষিণের জেলায় বৃষ্টি

আরও পড়ুন: Petrol Price Hike: দু’দিন পর শহরে ফের বাড়ল পেট্রোলের দাম, সেঞ্চুরি ছুঁতে চলেছে ডিজেলের