Chinmay Krishna Das: জামাতের চোখরাঙানিতে ভয় পান না, আজ ফের চিন্ময় কৃৃষ্ণের জামিন এগোনোর আর্জি জানাবেন আইনজীবী
Bangladesh: বুধবার চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানির আবেদনে ওকালতনামা নিয়ে সমস্যা তৈরি হয়। আদালত কক্ষেই জামাতপন্থী আইনজীবীরা বাধা দেন রবীন্দ্র ঘোষকে। তাঁকে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ।
ঢাকা: বিনা বিচারে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। বুধবারও তাঁর জামিনের আবেদন এগিয়ে আনার আর্জি খারিজ করে দেয় চট্টগ্রাম আদালত। আজ ফের চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি দিন এগিয়ে নিয়ে আসার আবেদন জানাবেন তাঁর আইনজীবী রবীন্দ্র ঘোষ।
বুধবার চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানির আবেদনে ওকালতনামা নিয়ে সমস্যা তৈরি হয়। আদালত কক্ষেই জামাতপন্থী আইনজীবীরা বাধা দেন রবীন্দ্র ঘোষকে। তাঁকে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কারাগারে চিন্ময় ব্রহ্মচারীর সঙ্গে দেখা করেন রবীন্দ্র ঘোষ। সেখানে ওকালতনামায় সাক্ষর গ্রহণ করা হয়। চিন্ময় দাসের আগের আইনজীবীদের কাছ থেকেও ওকালতনামা সংগ্রহ করেন তিনি। আজ, বৃহস্পতিবার ফের আদালতে আবেদন জানাবেন তিনি।
গতকালই চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অভিযোগ করেন, ৩০-৪০ জন আইনজীবী তাঁকে ধাক্কা মারে। জজ সাহেবের সামনেই কোর্টের ভিতরে নিগ্রহ করা হয়। তবে জামাতপন্থীদের হুঁশিয়ারি বা হুমকিতে পিছিয়ে না এসে ফের আইনি লড়াইয়ের পথে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী।