Basirhat Physical Harassment: ছেলে ও স্বামী কাজে বাইরে, দোলের রাতে পঞ্চাশের কোঠার মহিলার ঘরে গ্রামেরই ৩ যুবক, প্রতিবেশীরা আসতেই…
Basirhat Physical Harassment: কীভাবে ওই যুবকরা ঘরের মধ্যে ঢুকে পড়ল, এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা, খতিয়ে দেখছে তদন্তকারীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই যুবকরা বধূর পূর্ব পরিচিত, একই গ্রামে বাড়ি।
বসিরহাট: ছেলে ও স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়িতে একাই থাকেন প্রৌঢ়া। সেই সুযোগে দোলের রাতে বাড়িতে ঢুকে সেই প্রৌঢ়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। মহিলা বাধা দেওয়ায় তাঁকে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের (Basirhat) হাসনাবাদে। জানা গিয়েছে, বছর ৪৯ এর গৃহবধূর স্বামী ও ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। বধূ বাড়িতে একাই থাকেন। দোলের রাতেও বাড়িতে একাই ছিলেন। অভিযোগ, সন্ধ্যার তিন যুবক ঘরের মধ্যে ঢুকে পড়েন। গামছা দিয়ে তাঁর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে বলেন অভিযোগ। মহিলা কোনওভাবে চিৎকার করা শুরু করেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা চলে আসেন। ওই তিন দুষ্কৃতী সুযোগ বুঝে ঘর থেকে বেরিয়ে যান। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গ্রামবাসীরা চাইছেন, এই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। গ্রামবাসীরা জানান, ওই যুবকরা আগেও এইরকম ধরনের ঘটনা ঘটিয়েছেন গ্রামে। নির্যাতিতা বধূ বলেন, “আমাকে ধর্ষণের চেষ্টা করা হয়। আমি প্রতিবাদ করলে আমাকে বেধড়ক মারধর করেন, এমনকি জামা কাপড় ছিঁড়ে দেন। চিৎকার করলে গ্রামবাসীরা ছুটে আসলে পালিয়ে যান ওই যুবকরা।” নিগৃহীতা হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে ওই যুবকরা ঘরের মধ্যে ঢুকে পড়ল, এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা, খতিয়ে দেখছে তদন্তকারীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই যুবকরা বধূর পূর্ব পরিচিত, একই গ্রামে বাড়ি। অভিযুক্তদের সঙ্গে পূর্বে কোনও শত্রুতা আছে কিনা, সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছেন।