AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jayant Singh: আদালতে ‘ধাক্কা’ খেলেন জয়ন্ত! মায়ের ‘অসুস্থতার’ কারণ দর্শিয়েও মিলল না জামিন

Jayant Singh Ariadaha News: বৃহস্পতিবার সেই আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। আপাতত তাকে মেডিক্যাল গ্রাউন্ডে 'রেহাই' পেলেন না তিনি। তবে তার জন্য যে একেবারে যে নিরাশ হওয়ার জায়গা রয়েছে, এমনটা নয়। কারণ, 'লিগ্য়াল পয়েন্টে' শুনানির পর জয়ন্তর দাবি বিচার করবে কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানি ৩১ অক্টোবর।

Jayant Singh: আদালতে 'ধাক্কা' খেলেন জয়ন্ত! মায়ের 'অসুস্থতার' কারণ দর্শিয়েও মিলল না জামিন
জয়ন্ত সিং Image Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Sep 25, 2025 | 7:27 PM
Share

উত্তর ২৪ পরগনা: তিনি এককালের আড়িয়াদহের ‘ত্রাস’। কারওর কাছে জয়ন্ত, কারওর কাছে আবার ‘জায়ান্ট’। স্থানীয়রা বলেন, আড়িয়াদহ-কাণ্ডের (Ariadaha) এই অভিযুক্তের কীর্তির অভাব নেই। তবে আপাতত তার ঠিকানা জেল। দিন কতক আগেই উচ্চ আদালতে (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন জয়ন্ত সিং (Jayant Singh)বিচারপতি শুভ্রা ঘোষের (Justice Subhra Ghosh) এজলাসে জামিন আর্জি জানিয়েছিলেন তিনি। যুক্তি দিয়েছিলেন, মায়ের শরীর ভাল নেই।

শহর যখন মেতে উঠেছে পুজোর আবহে। সেই আবহে মায়ের অসুস্থতার কারণেই আদালতে জামিন আবেদন জানান ‘জায়ান্ট’। কিন্তু বৃহস্পতিবার সেই আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। আপাতত তাকে মেডিক্যাল গ্রাউন্ডে ‘রেহাই’ পেলেন না তিনি। তবে তার জন্য যে একেবারে যে নিরাশ হওয়ার জায়গা রয়েছে, এমনটা নয়। কারণ, ‘লিগ্য়াল পয়েন্টে’ শুনানির পর জয়ন্তর দাবি বিচার করবে কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানি ৩১ অক্টোবর।

সম্প্রতি জয়ন্ত সিংয়ের ‘হোয়াইট হাউস’ নিয়েও শুরু হয়েছিল টালবাহানা। কখনও সেই বাড়িকে ‘বেআইনি’ বলে ডাকা হয়েছে ই-টেন্ডার। কখনও আবার বাড়ি ভাঙতে চরম তৎপর হয়েছে পুরসভা। কিন্তু শেষমেশ সেই প্রাসাদপম বাড়ি থেকেছে তার নিজের জায়গায়। পড়েছে স্থগিতাদেশ। ‘বেঁচে গিয়েছে’ জয়ন্তর সাধের ‘হোয়াইট হাউস’।

প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে গ্রেফতার ‘তৃণমূল ঘনিষ্ট’ কামারহাটির বাসিন্দা জয়ন্ত সিং। আড়িয়াদহে দুই ব্যক্তি-সহ এক মহিলাকে মারধরের ঘটনায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। এরপর এক এক করে প্রকাশ্যে আসে ‘জায়ান্টের সাম্রাজ্য’। পাড়ায় ‘দাদাগিরি’র থেকে বেআইনি কাজে হাত পাকানো, একাধিক অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমনকি, জয়ন্ত যখন জেলে সেই সময়ও, তার শাগরেদদের ‘জ্বালাতনে’ অতিষ্ঠ হয়ে উঠেছিল ওই আক্রান্ত মহিলা, এমনটাই অভিযোগ।