Dilip Ghosh: চাকলায় লোকনাথ মন্দিরে যাওয়ার পথে দিলীপকে ‘গো ব্যাক’ স্লোগান, উঠল ‘জয় বাংলা’ ধ্বনিও

Dilip Ghosh: এমনকী দিলীপ ঘোষ বেরোনোর সময়েও তাঁকে লক্ষ্য করে স্লোগান দেয় নেতাই ও তার সঙ্গীরা। এমনই দাবি বিজেপির।

Dilip Ghosh: চাকলায় লোকনাথ মন্দিরে যাওয়ার পথে দিলীপকে 'গো ব্যাক' স্লোগান, উঠল 'জয় বাংলা' ধ্বনিও
দিলীপ ঘোষকে ঘিরে স্লোগান
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2023 | 8:35 PM

দেগঙ্গা: পঞ্চায়েত ভোটের আগে চড়ছে রাজনীতির পারদ। এবার বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ঘিরে উঠল গো ব্যাক স্লোগান। উঠল জয় বাংলা স্লোগানও (Slogans)। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার চাকলা এলাকায়। বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মী ও সমর্থকরাই এই কাজ করেছে। এদিন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্রকে সঙ্গে নিয়ে দিলীপ ঘোষ চাকলার লোকনাথ মন্দিরে (Chakla Lokenath Temple) পুজো দিতে গিয়েছিলেন। সেই সময়ই তাঁকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। নেতাই মণ্ডল নামে এক যুবক দিলীপবাবুকে লক্ষ্য করে এই স্লোগান দেয় বলে জানা গিয়েছে। এমনকী দিলীপ ঘোষ বেরোনোর সময়েও তাঁকে লক্ষ্য করে স্লোগান দেয় নেতাই ও তার সঙ্গীরা। এমনই দাবি বিজেপির।

ঘটনাটি নিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ অবশ্য বাড়তি গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলছেন, আর কী করতে পারে? ওরা শুধু এটুকুই বলতে পারে… কিছু করতেও পারে না, প্রতিবাদও করতে পারে না। গো ব্যাক বলার জন্য কোনও শক্তি লাগে না। বলতেই পারে রাস্তার ধারে দাড়িয়ে।” যদিও নেতাই মণ্ডল নামে ওই যুবকের দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারি বৈঠকে যাচ্ছিলেন, তখন ওরা জয় শ্রীরাম বলছিল। তাই আজ আমরা পাল্টা অ্যাকশন নিলাম।”

এদিকে দিলীপ ঘোষের সামনে এই স্লোগান ঘিরে বিতর্ক নিয়ে টিভি নাইন বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল দেগঙ্গার তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডলের সঙ্গেও। তিনি অবশ্য বলছেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে মন্দিরে পুজো দিতে যাওয়ার অধিকার সকলেরই রয়েছে, সেই কথাই জানিয়ে দেন তিনি। যে ঘটনা ঘটেছে, তা কাঙ্খিত নয় বলেই মত বিধায়কের। তবে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি করেন তিনি। বলেন, “এই ঘটনার সঙ্গে দলের কেউ জড়িয়ে নেই। কারা করেছে, তা বলতে পারব না।”