CPIM: আরও শক্তি বাড়ল বামেদের, হাসনাবাদে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিলেন খোদ প্রাক্তন উপপ্রধান সহ ৭০ জন
CPIM: প্রসঙ্গত, সাগরদিঘির উপনির্বাচনের পর থেকে নতুন করে অক্সিজেন পেয়েছে বাম-কংগ্রেস শিবির। এরইমধ্যে রাজ্যের নানা প্রান্তেই লাগাতার তৃণমূল ছেড়ে বাম পথে হাঁটতে দেখা গিয়েছে বহু কর্মীকে।
হাসনাবাদ: কোথাও গোষ্ঠীকোন্দলের অভিযোগ, কোথাও আবার চলছে দলবদল। কেউ ছাড়ছেন শাসকদলের হাত, আবার কেউ বিরোধী শিবির ছেড়ে ভিড়ছেন শাসকদলে। সবমিলিয়ে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে রাজনৈতিক মহলে। এরইমধ্যে এবার উত্তর ২৪ পরগনায় আরও শক্তি বাড়ল বিরোধী শিবিরের। বড় ভাঙন তৃণমূলে। বসিরহাটের হাসনাবাদ ব্লকের ভেবিয়ায় সিপিআইএমের কর্মীসভায় ঘাসফুল শিবির (Trinamool Congress) থেকে বাম শিবিরে (CPIM) যোগ দিলেন প্রায় ৬০ জন। এই দলবদলকে কেন্দ্র করে নতুন করে শোরগোল জেলার রাজনৈতিক মহলে।
প্রসঙ্গত, সাগরদিঘির উপনির্বাচনের পর থেকে নতুন করে অক্সিজেন পেয়েছে বাম-কংগ্রেস শিবির। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের জয়, পরবর্তীতে কর্নাটকে বিজেপিকে ধরাশায়ী করার পর অনেকটাই আত্মবিশ্বাসী হাত শিবির। এমমকী পঞ্চায়েত ভোটে বাম-কংগ্রেস জোট নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। সিপিএমএরে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তো সাফ বলেই দিয়েছেন, “মানুষ এককাট্টা হলে নেতারা বাধা হয়ে দাঁড়াবে না।” এরইমধ্যে রাজ্যের নানা প্রান্তেই লাগাতার শাসকদল ছেড়ে বাম পথে হাঁটতে দেখা গিয়েছে বহু মানুষকে।
রাজ্যে যখন একাধিক দুর্নীতির অভিযোগে শাসক তৃণমূল-কংগ্রেসের নেতা-কর্মীরা জেলবন্দি ঠিক সেই সময় বিরোধীরা শাসকদলের উপর একের পর এক অভিযোগের তীরে বিদ্ধ করতে শুরু করেছে। এরই মধ্যে তৃণমূল শিবিরে ভাঙন দেখা গেল হাসনাবাদের ভেবিয়ায়। এই যোগদান শিবিরে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের জেলা কমিটির সম্পাদক শক্তি মুখোপাধ্য়ায় এবং বাম নেতা রাজু আহমেদের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তৃণমূল পরিচালিত ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান আব্দুল হাকিম গাজি সহ প্রায় ৬০ জন তৃণমূল কর্মী।