TMC Joining: এবার ভাঙন বিরোধী দলে, BJP-CPM ছেড়ে তৃণমূলে যোগদান ১০০ জনের
TMC Joining: উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা গ্রাম পঞ্চায়েতের বিজেপি ও সিপিএমের নেতা-কর্মী-সমার্থক সহ প্রায় ১০০ জন তৃণমূলে যোগদান করলেন। হিঙ্গলগঞ্জের কালিতলায় একটি পথসভা চলছিল। সেই সময় বিজেপি ও সিপিএম নেতা-কর্মীরা মিছিল করে এসে তৃণমূলের পথসভায় এসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল।
বসিরহাট: নির্বাচনের আগে দলবদলের ধারা অব্যাহত। এবার আর বিরোধী দলে নয়। শাসকদলে যোগ দিলেন ১০০ জন। সুন্দরবনে সিপিএম ও বিজেপি (CPM And BJP) ছেড়ে এই সকল কর্মীরা যোগদান করলেন তৃণমূলে। বস্তুত, পঞ্চায়েত ভোটে নিজেদের জমি শক্ত করতে মরিয়া শাসকদল। জেলায়-জেলায় ‘নব জোয়ার’ কর্মসূচিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মীদের উজ্জ্বীবিত করতে বার্তা দিচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে বিরোধী দল ছেড়ে শাসকদলে যোগদান করায় তৃণমূলের ঘাঁটি আরও শক্ত হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা গ্রাম পঞ্চায়েতের বিজেপি ও সিপিএমের নেতা-কর্মী-সমার্থক সহ প্রায় ১০০ জন তৃণমূলে যোগদান করলেন। হিঙ্গলগঞ্জের কালিতলায় একটি পথসভা চলছিল। সেই সময় বিজেপি ও সিপিএম নেতা-কর্মীরা মিছিল করে এসে তৃণমূলের পথসভায় এসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল।
এই সংক্রান্ত বিষয়ে কালিতলা অঞ্চলের ২৬৯ নম্বর বুথের বিজেপি নেতা মৃত্যুঞ্জয় গায়েন বলেন, “গ্রামবাংলায় সিপিএম-বিজেপির কোনও অস্তিত্ব নেই। মুছে যাওয়ার পথে। তাই আমরা আজ উন্নয়নের শরিক হতে দলত্যাগ করলাম।” হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে ওনারা দলে দলে সামিল হচ্ছেন। এই সরকার গরিব মানুষের জন্য উন্নয়নমুখী চালু প্রকল্প করেছে। তাই তারা আজকে বিজেপি ও সিপিএম থেকে তৃণমূলে যোগদান করলেন।”