Rekha Patra: ‘রেখা পাত্রকে চাই না’, সন্দেশখালিতেই পোস্টার হাতে মহিলারা

Sandeshkhali: সন্দেশখালিতে রেখা পাত্রর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন শিবু হাজরা, উত্তম সর্দাররা। তাঁকেই এবার বিজেপি বসিরহাট কেন্দ্রের মুখ করেছে। তবে রেখা এখনও আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেননি। ফলে তাঁর প্রার্থীপদ নিয়ে সন্দেশখালিতেই অনেকে প্রশ্ন তুলছেন।

Rekha Patra: 'রেখা পাত্রকে চাই না', সন্দেশখালিতেই পোস্টার হাতে মহিলারা
এমনই পোস্টার পড়েছে সন্দেশখালিতে।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2024 | 12:17 PM

বসিরহাট: রবিবার বাংলার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সবথেকে বড় চমক রেখেছে বসিরহাট কেন্দ্রে। সন্দেশখালির ‘প্রতিবাদী’ রেখা পাত্রকে প্রার্থী করেছে দল। আর রেখা প্রার্থী হতেই সন্দেশখালিতে পোস্টার-প্রতিবাদ। সন্দেশখালির বাজার জুড়ে পোস্টার। তাতে কোথাও লেখা, ‘রেখা পাত্রকে প্রার্থী চাই না’, কোথাও লেখা, ‘বিজেপির প্রার্থী হিসাবে রেখা পাত্রকে চাইছি না চাইব না’, আবার কোথাও পোস্টার, ‘সন্দেশখালি আন্দোলনকারী মানুষেরা রেখা পাত্রকে চাই না’। অভিযোগ, বিজেপি কর্মীদের একাংশ এই পোস্টার দিয়েছে। যদিও পাল্টা বিজেপির দাবি, এটা তৃণমূলের কাজ।

সন্দেশখালিতে রেখা পাত্রর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন শিবু হাজরা, উত্তম সর্দাররা। তাঁকেই এবার বিজেপি বসিরহাট কেন্দ্রের মুখ করেছে। তবে রেখা এখনও আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেননি। ফলে তাঁর প্রার্থীপদ নিয়ে সন্দেশখালিতেই অনেকে প্রশ্ন তুলছেন। বসিরহাটে আবার তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম। একসময় যিনি এই কেন্দ্রের সাংসদ ছিলেন। এখন হাড়োয়ার বিধায়ক তিনি।

রেখার বিরুদ্ধে পোস্টার নিয়ে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলেন, দল প্রার্থী ঠিক করেছে। অন্যদিকে স্থানীয় বিজেপির একাংশের বক্তব্য, “এরা বিক্ষুব্ধ তৃণমূলের লোক। এ জন্য বিরোধিতা করছেন। নরেন্দ্র মোদী যেভাবে প্রার্থী চয়ন করেছেন, সকলের ধন্যবাদ জানানো উচিত।”