নিউ বারাকপুরে গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন-বিস্ফোরণ! চার শ্রমিকের ভিতরে আটকে থাকার সম্ভাবনা

বিপর্যয়ের মাঝেই নিউ ব্যারাকপুরের (New Barrackpur) একটি গেঞ্জির কারখানায় আগুন (Fire) লেগেছে। ঘটনাস্থলে দমকলের ১৩ টি ইঞ্জিন।

নিউ বারাকপুরে গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন-বিস্ফোরণ! চার শ্রমিকের ভিতরে আটকে থাকার সম্ভাবনা
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 27, 2021 | 10:56 AM

নিউ বারাকপুর: বিপর্যয়ের মাঝেই নিউ ব্যারাকপুরের (New Barrackpur) একটি গেঞ্জির কারখানায় আগুন (Fire) লেগেছে। ঘটনাস্থলে দমকলের ১৩ টি ইঞ্জিন। আগুন নেভাতে কাজে লাগানো হচ্ছে অত্যাধুনিক রোবটও। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। রয়েছেন বারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভর্মা। কারখানার ভিতরে চার শ্রমিকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতেই নিউ ব্যারাকপুরের তাল বান্দার ওই গেঞ্জির কারখানায় আগুন লাগে। একটি তিনতলা বাড়ির ভিতরে ওই কারখানাটি। আবার ওই বাড়িরই নীচে ওষুধের গুদাম ও রঙের কারখানা রয়েছে। তাতেও আগুন ছড়িয়ে পড়েছে। দমকল কর্মীরা বলছেন, গেঞ্জি কারখানায় বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার মজুত ছিল। পাশাপাশি ওষুধের গুদামে রাখা ছিল প্রচুর পরিমাণ স্যানিটাইজার। কারখানায় প্রচুর পেট্রোল মজুত ছিল বলেও খবর। ফলে আগুন বিধ্বংসী চেহারা নিয়েছে।

New Barrackpur Fire, New Barrackpur Latest News, New Barrackpur Fire Update, Huge Fire Broke Out At New Barrackpur

নিজস্ব চিত্র

আরও পড়ুন: গঙ্গার জল বাড়বে ১৮ ফুট উচ্চতায়, ভাসবে কলকাতা! বিকাল ৪টে পর্যন্ত তিলোত্তমার জন্য বিপর্যয়ের সতর্কতা

স্থানীয়রা জানাচ্ছেন, কারখানার ভিতর থেকে বিকট শব্দ এসেছে বেশ কয়েকবার। অনুমান করা হচ্ছে গ্যাস সিলিন্ডারগুলিই ফেটেছে। আগুন নিয়ন্ত্রণে না আসায় এখনও বাড়িটির ভিতর ঢুকতে পারেননি দমকলকর্মীরা। বাইরে থেকেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা। কারখানার ভিতরে চার শ্রমিকের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির ভিতর থেকে আগুনের হলকা বেরিয়ে আসছে। কুণ্ডলীকৃত কালো ধোঁয়ায় ঢেকেছে চারিদিক।

New Barrackpur Fire, New Barrackpur Latest News, New Barrackpur Fire Update, Huge Fire Broke Out At New Barrackpur

নিজস্ব চিত্র

তবে দমকলমন্ত্রী সুজিত বসু বললেন, “ভিতরে দমকল কর্মীরা ঢোকার চেষ্টা করছে। অত্যাধুনিক রোবট কাজ করছে। কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত হবে। চার জনের আটকে থাকার খবর রয়েছে।” তবে লকডাউনের মাঝে চার কর্মী কারখানায় কী করছিলেন, তাঁরা কী ওখানেই থাকতেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।