কোথাও ভাঙল বাঁধ, কোথাও বাঁধের ৪ ফুট ওপর দিয়ে ঢুকল জল

ফুঁসে উঠেছে বিদ্যাধরী, গোমতী, গৌড়শ্বর। বাঁধ মেরামতে হাত লাগিয়েছেন এলাকার বাসিন্দারা

কোথাও ভাঙল বাঁধ, কোথাও বাঁধের ৪ ফুট ওপর দিয়ে ঢুকল জল
চলছে বাঁধ মেরামতির কাজ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Updated on: May 27, 2021 | 12:21 AM

বসিরহাট: কোথাও নদীর জলের চাপে ফাটল ধরল বাঁধে। কোথা বাঁধের ওপর দিয়েই এগিয়ে এল জল। বিদ্যাধরী, গোমতি যেন ফুঁসছে। এক লহমায় বাড়ি, বাজার সবই চলে যাচ্ছে জলের তলায়। ‘ইয়াস’-এর জেরে এমনই দৃশ্য দেখা গেল বসিরহাট এলাকা জুড়ে। বাঁধ ভাঙার দৃশ্য অবশ্য নতুন নয় এলাকার বাসিন্দাদের কাছে তবে, এই দুর্যোফে বাঁধ মেরাম করা কার্যত চ্যালেঞ্জ হয় ওঠে স্থানীয় বাসিন্দাদের কাছে।

এ দিন সকালেই হিঙ্গলগঞ্জ ব্লকের মামুদপুর এলাকায় ডাঁসা নদীর বাঁধে ফাটল ধরে জল ঢুকতে শুরু করে মাছের ভেড়িতে। হিঙ্গলগঞ্জ স্যান্ডেলের বিল এলাকায় সাহেব খালি নদীর বাঁধ পেরিয়ে জলে প্লাবিত হয়ে যায় গ্রাম। এলাকাবাসীরা তৎপরতার সঙ্গে বাঁধের কাজে হাত লাগান। পাশাপাশি বসিরহাট পুরসভার ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের চর চৌরার চরে বাঁধ ভেঙে বিপত্তি তৈরি হয়। একই ছবি হাসনাবাদে ও মিনাখাঁয়। কলের তলায় ডুবে যায় আস্ত বাজার। ইয়াস আছড়ে পড়ার পর থেকেই সুন্দরবন সংলগ্ন মিনাখাঁ ব্লকের বিদ্যাধরী নদীর বাঁধ ভাঙতে শুরু করে। প্লাবিত হয় বহু এলাকা।

সাহেবঘেরি, মল্লিকঘেরি, রামজয়ঘেরি সহ বিস্তীর্ণ এলাকা কয়েক ঘণ্টার মধ্যেই জলমগ্ন হয়ে পড়ে। বাঁধ মেরামতির কাছে হাত লাগান গ্রামবাসীরা। অন‍্যদিকে টাকি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের হাসনাবাদ পুরাতন বাজারে ইছামতী নদী বাঁধের ৪ ফুট উপর দিয়ে জল ঢুকে প্লাবিত হয় গোটা বাজার। পাশাপাশি হাসনাবাদ ব্লকের কাটাখালি ও বরুণহাট এলাকায় গোমতী নদীর জল ঢুকে পড়ে। আঙনাড়া গ্রামে ফুলে ওঠে ইছামতী। হিঙ্গলগঞ্জ ব্লকের দক্ষিণ কলুপাড়ায় গৌড়েশ্বর নদীর বাঁধ উপচে জল ঢোকে, কালীনগর মসজিদ বাড়ি এলাকায় বেতনী নদীর বাঁধের ওপর দিয়ে প্রায় ২ ফুট ওভার ফ্লো হয়ে জল ঢোকে। যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ শুরু করে গ্রামবাসীরা।

ভয়াবহ ভাবে প্লাবিত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। সুন্দরবনের সন্দেশখালির ২ নম্বর ব্লকের হাটগাছা, শীতুলিয়ায় রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে গিয়েছে। সাহেবখালিতে বাঁধ ভেঙে প্লাবিত বহু গ্রাম। গত কাল থেকেই এই অঞ্চলে সেনা নামানো হয়েছিল।