Sandeshkhali: সন্দেশখালিতে ভোটের দিন পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

Sandeshkhali: গতকাল ভোটগ্রহণ পর্ব চলাকালীনই দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালির বাতাবরণ। ন্যাজাট, বেড়মজুর এলাকায় ব্যাপক ধড়পাকড় শুরু হয়েছে। আজও সন্দেশখালিতে দিনভর ছিল পুলিশি সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো।

Sandeshkhali: সন্দেশখালিতে ভোটের দিন পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
সন্দেশখালি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 02, 2024 | 7:30 PM

সন্দেশখালি: ভোট সপ্তমীতে দফায় দফায় তপ্ত হয়েছিল সন্দেশখালি। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ উঠে এসেছিল। সন্দেশখালির পরিস্থিতি সামলাতে সরবেড়িয়া আগারহাটি, হাটগাছি, বয়েরমারি ১ ও বয়েরমারি ২ গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায়র ১৪৪ ধারা জারি করা হয়েছে। এসবের মধ্যেই এবার গতকাল বেড়মজুরে উর্দিধারীদের মারধরের অভিযোগে পরিতোষ সর্দার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ওই ব্যক্তি এলাকায় বিজেপি নেতা নামে পরিচিত।

গতকাল ভোটগ্রহণ পর্ব চলাকালীনই দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালির বাতাবরণ। ন্যাজাট, বেড়মজুর এলাকায় ব্যাপক ধড়পাকড় শুরু হয়েছে। আজও সন্দেশখালিতে দিনভর ছিল পুলিশি সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। এদিন দুপুরে আগারহাটি-মণ্ডলপাড়ায় কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের কাছ থেকে এক অভিযুক্তকে ছিনিয়ে নেন গ্রামের মহিলারা। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।

উল্লেখ্য, গতকাল যখন তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে ছুটে গিয়েছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি যে সন্দেশখালির পাশে রয়েছেন, সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন রেখা। এদিকে আজ তৃণমূলের কুণাল ঘোষ বলেছেন, ‘১৪৪ ধারা জারি করতে হয়েছে। সেখানে এলাকা শান্ত রয়েছে। উন্নয়নের জন্য তৃণমূলের পক্ষে রয়েছে এলাকা। কিন্তু সেই এলাকাকে অশান্ত করার জন্য সিপিএম, বিজেপি, কংগ্রেস বার বার প্ররোচনা দিচ্ছে। তারা ভোটের জন্য সন্দেশখালি ইস্যুকে জিইয়ে রাখতে চাইছে।’