AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: হিঙ্গলগঞ্জে সাত পুরুষের বাস, SIR ফর্ম না পেয়ে দুশ্চিন্তায় মণ্ডল পরিবার

Hingalganj: BLO জানান, ভোটার লিস্টে তাঁদের নাম নেই। সেই কারণে তাঁদের SIR ফর্ম আসেনি। এই কথা শুনে ভেঙে পড়েন মণ্ডল পরিবারের সদস্যরা। তাঁরা কমিশনের অনলাইন পোর্টালে বিস্তারিত নথি দিয়ে আবেদন করেন। কিন্তু এখনও তার কোনও সমাধান হয়নি। আর তাতেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে মণ্ডল পরিবারের।

SIR in Bengal: হিঙ্গলগঞ্জে সাত পুরুষের বাস, SIR ফর্ম না পেয়ে দুশ্চিন্তায় মণ্ডল পরিবার
এনুমারেশন ফর্ম পাননি হিঙ্গলগঞ্জের মণ্ডল পরিবারের সদস্যরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 10, 2025 | 4:05 PM
Share

হিঙ্গলগঞ্জ: বংশপরম্পরায় উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বাস করেন। পরিবারের স্বামী-স্ত্রীর নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে। ২০২৪ সালের ভোটার লিস্টেও নাম ছিল। কিন্তু, সেই পরিবারই এনুমারেশন ফর্ম পায়নি। বিএলও বলছেন, ওই পরিবারের এনুমারেশন ফর্মই আসেনি। ফর্ম না পেয়ে চিন্তায় পড়েছেন হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের রবীন্দ্রনাথ মণ্ডল ও তাঁর পরিবার। এখন কী করবেন, বুঝতে পারছেন না।

হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের ১৩৬ (পুরনো ১০৮) নম্বর বুথের বাসিন্দা রবীন্দ্রনাথ মণ্ডল। তাঁর বক্তব্য, এখানেই তাঁদের সাত পুরুষের বসবাস। ভারতীয় নাগরিকত্বের সমস্তরকম নথি তাঁদের আছে। ২০০২ সালে এখানকারই ১০৮ নম্বর বুথের ভোটার ছিলেন তাঁরা। পরবর্তীতে ১০৮ নম্বর বুথই নম্বর পরিবর্তন হয়ে ১৩৬ নম্বর বুথ হয়। ২০২৪ সালে ভোটার তালিকায় নাম ছিল রবীন্দ্রনাথ ও তাঁর পরিবারের। এবার যখন BLO বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দেন, তখন রবীন্দ্রনাথ মণ্ডল দেখেন যে তাঁর বাড়িতে ফর্ম দেওয়া হয়নি। রবীন্দ্রনাথবাবু, তাঁর স্ত্রী ও ছেলে ফর্ম পাননি।

ফর্ম না পেয়ে রবীন্দ্রনাথবাবু BLO-র সঙ্গে যোগাযোগ করেন। BLO জানান, ভোটার লিস্টে তাঁদের নাম নেই। সেই কারণে তাঁদের SIR ফর্ম আসেনি। এই কথা শুনে ভেঙে পড়েন মণ্ডল পরিবারের সদস্যরা। তাঁরা কমিশনের অনলাইন পোর্টালে বিস্তারিত নথি দিয়ে আবেদন করেন। কিন্তু এখনও তার কোনও সমাধান হয়নি। আর তাতেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে মণ্ডল পরিবারের। বুঝে উঠতে পারছেন না কী করবেন তাঁরা। রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, “আমরা চাই, আমাদের এই সমস্যার দ্রুত সমাধান হোক।” কীভাবে ভোটার তালিকা থেকে তাঁদের নাম কাটা গেল, তাও বুঝতে পারছেন না তাঁরা।

মণ্ডল পরিবারের ফর্ম না পাওয়া নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য শম্পা মন্ডল সংবাদমাধ্যমকে বলেন, “এই বিষয়ে আমি আগে জানতাম না। আপনাদের কাছে শুনলাম। আমি উপরমহলে জানাব, যাতে তাঁদের সমস্যার অবিলম্বে সমাধান হয়।” অন্যদিকে BLO বিক্রমজিৎ মণ্ডল বলেন, “রবীন্দ্রনাথ মণ্ডল-সহ তাঁর পরিবারের কোনও ফর্ম আসেনি। ফর্ম পেলে তাঁদের অবশ্যই দেওয়া হবে।”