Sougata Roy: ভোট এত কম পড়ছে! মমতার নির্দেশ আসতেই খড়দহ ছুটলেন সৌগত, পৌঁছেই পুলিশকে ফোন

Deeksha Bhuiyan | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 01, 2024 | 4:58 PM

Sougata Roy: খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের অফিসে বসেই পুলিশকে ফোন করেন তিনি। খড়দহের ২ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম লাগোয়া পার্টি অফিসে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ।

Sougata Roy: ভোট এত কম পড়ছে! মমতার নির্দেশ আসতেই খড়দহ ছুটলেন সৌগত, পৌঁছেই পুলিশকে ফোন
সৌগত রায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

দমদম: সকাল থেকে বরানগর সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ। সকাল ৭টায় বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি। বরানগরের পর চলে যান দমদমে ব্রাত্য বসুর এলাকা। একাধিক বুথে ঘুরে দেখেন তিনি। কিন্তু দুপুরের পর খবর আসে খড়দহে ভোট খুব কম পড়ছে। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আসার পরই সোজা খড়দহের দিকে রওনা হন সৌগত। জানা যাচ্ছে, দমদমের অন্যান্য এলাকায় ভোটের হার ঠিক থাকলেও দুপুরের পরও ভোটের হার খুব একটা বাড়েনি খড়দহে।

সেখানে গিয়ে সৌগত রায় জানতে পারেন, ভোটের দিন ভোরেই ওই এলাকায় একটি পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। ভোটের দিন ক্যাম্পে লাগবে বলে অনেক দলীয় পতাকা রাখা হয়েছিল সেখানে। সেগুলিও পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় দোষীদের গ্রেফতার করার জন্য পুলিশের কাছে অভিযোগ জানান সৌগত।

ভাঙা পার্টি অফিসে সৌগত

খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের অফিসে বসেই পুলিশকে ফোন করেন তিনি। খড়দহের ২ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম লাগোয়া পার্টি অফিসে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। ভোর ৫ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ সৌগতর।

তৃণমূলের দাবি, রহড়া থানার আইসি-কে বিষয়টা জানানোর পর ৯ ঘণ্টা কেটে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই অভিযোগ নির্বাচন কমিশনার এবং পুলিশ অবজার্ভারকে জানান সৌগত। সেই জায়গা ঘুরেও দেখেন সৌগত রায়।

Next Article
Lok Sabha polls: জওয়ানের ‘জোশে’ আক্রান্ত টিভি ৯ বাংলা, ভয়ে হেলমেট পরে ভোট দিলেন যুবক
Lok Sabha Election 2024: লাস্ট ল্যাপের ভোটে আইএসএফ-তৃণমূল সংঘর্ষের অভিযোগ! তপ্ত কদম্বগাছি