Subhranshu Roy: ‘মানুষ রক্তমাংসের তৈরি…’, বাবার অপমানে মুখ খুললেন মুকুল-পুত্র
Subhranshu Roy: মুকুল রায়, যাঁর রাজনৈতিক অবস্থান একুশের নির্বাচনের সময় থেকেই একটা ধোঁয়াশাময়। উনিশের নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন মুকুল। তাঁর দিল্লি যাত্রা নিয়েই তখন তৈরি হয়েছিল চরম জলঘোলা।

উত্তর ২৪ পরগনা: মুকুলের গায়ে ‘বিশ্বাসঘাতক’ তকমা লেগে গিয়েছে। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বিষয় স্পষ্ট করেছেন প্রকাশ্যেই। আর তিনি যে সময়ে একথা বলেছিলেন, তার অদূরেই দাঁড়িয়ে ছিলেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু। এবার বাবার সম্পর্কে অভিষেকের মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন শুভ্রাংশু। TV9 বাংলাকে শুভ্রাংশু বললেন, “বাবা দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন,যা বলবে দলের মুখপাত্ররা বলবেন।” তবে ‘মানুষ রক্তমাংসের তৈরি’ বলেও একটা নির্বাক প্রতিবাদ জারি রাখলেন তিনি।
মুকুল রায় কে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘বেইমান’ উক্তি নিয়ে শুভ্রাংশু আরও বলেন, “দল যখন তৈরি হয়েছিল, তখন বাবা তাদের মধ্যেই একজন ছিলেন। যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তার জবাব দেওয়ার জন্য দলের মুখপাত্ররা রয়েছেন। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বাবার বিষয়!” দলের কথা আর বাইরে বলা যাবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন শুভ্রাংশু।
মুকুল রায়, যাঁর রাজনৈতিক অবস্থান একুশের নির্বাচনের সময় থেকেই একটা ধোঁয়াশাময়। উনিশের নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন মুকুল। তাঁর দিল্লি যাত্রা নিয়েই তখন তৈরি হয়েছিল চরম জলঘোলা। পরবর্তীতে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর আসন থেকে জয়ী হন তিনি। তারপর পরপরেই তৃণমূলে ফিরে যান মুকুল। এর পরে কৃষ্ণনগর উত্তরে মুকুলকে বাদ দিয়েই বিজেপি সংগঠন সাজিয়েছে। পরে নতুন করে মুকুলের আবির্ভাব হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুকুলকে নিয়ে একটা সময়ে বিড়ম্বনায় ছিল তৃণমূল-বিজেপি দু’দলই। মুকুল খাতায়কলমে এখন বিজেপির বিধায়ক। মুকুলের অবস্থান একটা সময়ে কোনও দলের কাছেই আর সম্মানজনক হয়নি, অন্তত তেমনটাই মত বিশ্লেষকদের। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ। তাঁর মানসিক স্থিতিশীলতা নিয়েও প্রশ্ন ওঠে। সেই মুকুল প্রসঙ্গেই তাঁর ছেলের সামনে অভিষেকের এহেন মন্তব্য স্বাভাবিকভাবেই চর্চিত।
ছেলের সামনেই বাবার অপমান… এবার তা নিয়ে খোঁচা বিজেপির কৌস্তভ বাগচীর। নিজের সমাজমাধ্যমে শুভ্রাংশুর একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বেটা হো তো অয়সা! নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ তৃণমূলের সভায় বাবা মুকুল রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেইমান বলায় আপ্লুত শুভ্রাংশু রায়! তুললেন হাসি মুখে ছবি!’





