Titagarh: ‘বিকাশ সিং বেঁচে থাকতে পারবে না’, দলেরই কাউন্সিলরকে হুমকি তৃণমূল কর্মীর

Titagarh: এই হুমকির ঘটনায় বেড়েছে চাপানোতর। কারণ এই অর্জুন সাউ হলেন কাউন্সিলর সোনু সিং এর অনুগামী। অপরদিকে, মৃত আকাশ প্রসাদ ছিলেন কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামী। সেক্ষেত্রে অর্জুন সাউয়ের এমন হুমকি গোষ্ঠী দ্বন্দ্ব যে আরও বাড়িয়ে দিল সে কথা বলার অপেক্ষা রাখে না।

Titagarh: 'বিকাশ সিং বেঁচে থাকতে পারবে না', দলেরই কাউন্সিলরকে হুমকি তৃণমূল কর্মীর
হুমকি দিচ্ছেন অর্জুন সাউ Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2023 | 2:27 PM

উত্তর ২৪ পরগনা: টিটাগড়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। প্রকাশ্যে দলের কাউন্সিলরকে হুমকি ধৃত তৃণমূল কর্মীর। ‘কাউন্সিলর বিকাশ সিং বেঁচে থাকতে পারবেন না’ আদালত চত্বরেই এহেন হুমকি দিলেন ধৃত তৃণমূল কর্মী অর্জুন সাউ।

তৃণমূলের গোষ্ঠীকোন্দল ও ঝামেলায় আকাশ প্রসাদ নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয় রবিবার। এই ঘটনায় খড়দহ থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে। এই তিনজনের মধ্যে অর্জুন সাউও রয়েছেন। এ দিন, অভিযুক্তকে যখন আদালতে নিয়ে যাওয়া হয় সেই সময় প্রকাশ্যে কাউন্সিলর বিকাশ সিং-কে প্রাণনাশের হুমকি দেন অভিযুক্ত। বলেন, কাউন্সিলরকে বেঁচে থাকতে দেবেন না। বদলা নেওয়া হবে। এই ঘটনার পর যথেষ্ঠ শোরগোল পড়ে গিয়েছে আদালত চত্বরে।

এ দিকে, এই হুমকির ঘটনায় বেড়েছে চাপানোতর। কারণ এই অর্জুন সাউ হলেন কাউন্সিলর সোনু সিং এর অনুগামী। অপরদিকে, মৃত আকাশ প্রসাদ ছিলেন কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামী। সেক্ষেত্রে অর্জুন সাউয়ের এমন হুমকি গোষ্ঠী দ্বন্দ্ব যে আরও বাড়িয়ে দিল সে কথা বলার অপেক্ষা রাখে না। আজ আদালতে যাওয়ার পথে অভিযুক্ত অর্জুন সাউ বলেন, “বিকাশের লোকজন ফাঁসাচ্ছে। আমরা ওখানে ছিলাম না। ওর উপর মানহানির কেস করব। ও বেঁচে থাকতে পারবে না।”

টিটাগড় পুরসভার দুই তৃণমূল কাউন্সিলর বিকাশ সিং ও সোনু সাউয়ের অনুগামীদের মধ্যে ঝামেলা লাগে রবিবার। সেই ঝামেলার মাঝেই আকাশ প্রসাদের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে। এই ঘটনায় খড়দহ থানার পুলিশ আয়ুশ সাউ, অর্জুন সাউ ও রোহিত সাউকে গ্রেফতার করে।