Basirhat: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ইউটিউবার ও তাঁর বাবা
জানা গিয়েছে, এই ইউটিউবারের ফ্যান ফলোয়ার্স রয়েছে ৪৫ লক্ষ। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় নাচ-গান রিলস বানায়। বাড়ি হাড়োয়ায় বাছড়া মোহনপুর এলাকায়। সেই সূত্রে একই এলাকায় বাড়ি থাকায় ওই নাবালিকা ছাত্রীর সঙ্গে তাদের পরিচয় হয়। আর তখনই এমন ঘটনা।

বসিরহাট: দুর্গাপুর নিয়ে যখন তোলপাড় হচ্ছে রাজনৈতিক মহল। সেই সময় আবারও এ রাজ্যে ধর্ষণের অভিযোগ। এবার ফেসবুকের রিলস বানানোর নাম করে নাবালিকা ছাত্রীর অশ্লীল নোংরা ভিডিয়ো তৈরি করে ব্ল্যাকমেলের অভিযোগ। তারপর ধর্ষণের অভিযোগ। গ্রেফতার ইউটিউবার ও তাঁর বাবা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাড়োয়া থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার বয়স পনেরো বছর। সে নবম শ্রেণির ছাত্রী। নাচ-গানের শখ রয়েছে তাঁর। এই নাবালিকার বাড়ির পাশে থাকতেন ইউটিউবার। রিলস বানিয়ে দেওয়ার টোপ দেখিয়ে অভিযুক্ত ও তাঁর বাবা মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকী, মাথায় সিঁদুর পরিয়ে দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও ধর্ষণ করা হয় তাঁকে।ইতিমধ্যেই অভিযুক্তদের হাড়োয়া থানার পুলিশ পক্সো আইনে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, এই ইউটিউবারের ফ্যান ফলোয়ার্স রয়েছে ৪৫ লক্ষ। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় নাচ-গান রিলস বানায়। সেই সূত্রে একই এলাকায় বাড়ি থাকায় ওই নাবালিকা ছাত্রীর সঙ্গে তাদের পরিচয় হয়। আর তখনই এমন ঘটনা।
নির্যাতিতা তার মা-কে বলে, “আমাকে রিলস ক্রিয়েটর বানানোর নাম করে একবার অশ্লীল নোংরা ভিডিয়ো তুলে রাখে ওরা মোবাইলে। এরপর ভয় দেখায় সোশ্যাল মিডিয়ায়। বলে যে ওই ভিডিয়ো ছেড়ে দেবে। তারপর ক্রমাগত ব্ল্যাকমেল করতে থাকে। কেউ জোর করে আবার মাথায় সিঁদুর তুলে দেয়।”
আইনজীবী বলেন, “মেয়েটির মা বলেছেন যে তাঁর মেয়ে নাচে পারদর্শী ছিল। ওরই বাড়ির পাশে এই ইউটিউবার ছিল। ওরাই ওকে নাচ শেখাতে নিয়ে যায়। পরে অশ্লীল ভিডিয়ো বানাতে শুরু করে। এরপর মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে ইউটিউবারের বাবা। পরে ইউবার ও তাঁর মা বাড়িতে ফিরলে মেয়েটি সব জানায়। অভিযুক্ত ইউটিউবার বলে তোমায় বিয়ে করব বলে মাথায় সিঁদুর পরিয়ে দেয়। এরপর ওর ঘরে নিয়ে গিয়ে বলে যে মেয়েটি এখন থেকে ওঁর স্ত্রী। এরপর আবার ধর্ষণ করে। পরে নির্যাতিতা বাড়ি ফিরে তাঁর মাকে সবটা জানান।”
