ব্যারাকপুর: কখনও কংগ্রেস। কখনও সিপিএম। স্বাধীনতার পর প্রথম চার দশক এই চিত্রই দেখা গিয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। একবার অবশ্য জিতেছিল প্রজা সোশ্যালিস্ট পার্টি। তারপর ১৯৮৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত ব্যারাকপুর ছিল সিপিএমের শক্ত ঘাঁটি। ২০০৯ সালে প্রথমবার এখানে ফোটে ঘাসফুল। আর উনিশের লোকসভা ভোটে তৃণমূলকে হারিয়ে আসনটি দখল করে পদ্মশিবির। একুশের বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভার মধ্যে ৬টি আসন পায় তৃণমূল। একটি আসনে জেতে বিজেপি। রাজনীতির কারবারিরা বলছেন, চব্বিশের নির্বাচনে দুই ফুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ফল কী হবে, তা জানা যাবে ৪ জুন। তার আগে জেনে নেওয়া যাক, কার পায়ে কত জমি।
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর। ২০১৯ সালের লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৪,৩৩,২৭৬। ২০১১ সালের জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ১৬.২ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ১.৪ শতাংশ। সংখ্যালঘু ভোটার ১৬.৯ শতাংশ। গ্রামীণ ভোটার ১৭.১ শতাংশ। শহুরে ভোটার ৮২.৯ শতাংশ।
উনিশের নির্বাচনে এই কেন্দ্রে দুই ফুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে প্রায় সাড়ে ১৩ হাজার ভোটে হারান বিজেপির অর্জুন সিং। একুশের নির্বাচনের পর তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ। চব্বিশের নির্বাচনের আগে ফের গেরুয়া শিবিরে ফিরে আসেন তিনি।
উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?
নির্বাচন | বিধানসভা কেন্দ্র | সিপিএম | বিজেপি | তৃণমূল |
২০১৯ | আমডাঙা | ২৫,৩৫২ | ৬২,০৮৭ | ৯৮,৬৫৩ |
২০২১ | আমডাঙা | প্রার্থী দেয়নি | ৬৩,৪৫৫ | ৮৮,৯৩৫ |
২০১৯ | বীজপুর | ১৪,৩৮৫ | ৫৮,৯১২ | ৫১,০১৬ |
২০২১ | বীজপুর | ১৪,৪৯০ | ৫৩,২৭৮ | ৬৬,৬২৫ |
২০১৯ | নৈহাটি | ১৩,৩৮৫ | ৬৫,৬০১ | ৬৪,৩৭৫ |
২০২১ | নৈহাটি | ১৫,৮২৫ | ৫৮,৮৯৮ | ৭৭,৭৫৩ |
২০১৯ | ভাটপাড়া | ৪,৫২৪ | ৬৪,৬৮০ | ৩৪,৯৭৩ |
২০২১ | ভাটপাড়া | ২,১৬৯ (কংগ্রেস) | ৫৭,২৪৪ | ৪৩,৫৫৭ |
২০১৯ | জগদ্দল | ১৮,১৩৮ | ৭৭,৭৩৩ | ৬৯,৩৬৯ |
২০২১ | জগদ্দল | ১৬,৭৪৮(AIFB) | ৬৮,৬৬৬ | ৮৭,০৩০ |
২০১৯ | নোয়াপাড়া | ২৪,৮৮৬ | ৭৮,৪৩১ | ৭৮,৯৫৭ |
২০২১ | নোয়াপাড়া | ২৩,৫০২ (কংগ্রেস) | ৬৭,৪৯৩ | ৯৪,২০৩ |
২০১৯ | ব্যারাকপুর | ১৬,৭০৮ | ৬৪,০৪৬ | ৬০,৫২৭ |
২০২১ | ব্যারাকপুর | ১৬,১৪৫ | ৫৯,৬৬৫ | ৬৮,৮৮৭ |
একুশের বিধানসভা নির্বাচনে কোন আসনে কে জিতেছিলেন?
একুশের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা আসনের মধ্যে ৬টিতে জয়ী হয় তৃণমূল। একটি পায় বিজেপি। আমডাঙা আসনে জয়ী হন তৃণমূলের রফিকুর রহমান। বীজপুর আসনে তৃণমূলের সুবোধ অধিকারী জেতেন। নৈহাটিতে জেতেন তৃণমূলের পার্থ ভৌমিক। ভাটপাড়া আসনে বিজেপি প্রার্থী পবন কুমার সিং জয়ী হন। সম্পর্কে তিনি অর্জুন সিংয়ের পুত্র। জগদ্দল আসনে জয়ী হন তৃণমূলের সোমনাথ শ্যাম ইচিনি। নোয়াপাড়ায় জেতেন তৃণমূলের মঞ্জু বসু।
ব্যারাকপুর আসনে তৃণমূলের টিকিটে জেতেন পরিচালক রাজ।
২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি পায় ৪৩.৩ শতাংশ ভোট। তৃণমূল ৪২ শতাংশ, সিপিএম ১০.৮ শতাংশ ভোট পায়।
একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ৩৭.৭ শতাংশ। তৃণমূল ৪৬.৪ শতাংশ এবং সিপিএম ৪.১ শতাংশ ভোট পায়।
চব্বিশের নির্বাচনে প্রার্থী কারা?
বিদায়ী সাংসদ অর্জুন সিংকেই এবার প্রার্থী করেছে বিজেপি। তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন পার্থ ভৌমিক। তিনি নৈহাটির বিধায়ক। আর এই কেন্দ্রে সিপিএমের প্রার্থী দেবদূত ঘোষ।