AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM: তৃণমূলকে একফোঁটাও জল দিচ্ছে না CPM, রাস্তায় নামল শাসকদল

জেলার একমাত্র এই গ্রাম পঞ্চায়েতই সিপিএমের দখলে ছিল। সেই পঞ্চায়েত এলাকাতেই জল সঙ্কটের অভিযোগ। দামোদরের উপর পিএইচই'র (PHE) কালাঝরিয়া জল প্রকল্পের পাইপ লাইন ভেঙে পড়ার পর ওই পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে জল সঙ্কট। বিকল্প হিসাবে পিএইচই ট্যাঙ্কারে করে জল সরবরাহ করছে এলাকায়।

CPIM: তৃণমূলকে একফোঁটাও জল দিচ্ছে না CPM, রাস্তায় নামল শাসকদল
বিক্ষোভ দেখালেন সকলেImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 26, 2025 | 8:16 PM
Share

আসানসোল: বিজেপি-সিপিএম-কে প্রাশয়ই শোনা যায় তৃণমূলকে ভোট না দেওয়ায় পুর পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে বিরোধীদের। এবার তো উলট পুরাণ। সিপিএমকে ভোট না দেওয়ায় পানীয় জল থেকে বঞ্চিত করা হচ্ছে তৃণমূলকে। উঠল এমনই বিস্ফোরক অভিযোগ। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের সিপিএম শাসিত পঞ্চায়েতে।

জেলার একমাত্র এই গ্রাম পঞ্চায়েতই সিপিএমের দখলে ছিল। সেই পঞ্চায়েত এলাকাতেই জল সঙ্কটের অভিযোগ। দামোদরের উপর পিএইচই’র (PHE) কালাঝরিয়া জল প্রকল্পের পাইপ লাইন ভেঙে পড়ার পর ওই পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে জল সঙ্কট। বিকল্প হিসাবে পিএইচই ট্যাঙ্কারে করে জল সরবরাহ করছে এলাকায়। এই পরিস্থিতিতে শুধু সিপিএম সমর্থকদের বাড়িতেই দেওয়া হচ্ছে ট্যাঙ্কারে পানীয় জল। পানীয় জল থেকে বঞ্চিত করা হচ্ছে তৃণমূল সমর্থক ও তাঁদের পরিবারকে। পরিষেবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধানের অফিস ঘেরাও করলেন গ্রামবাসীরা। চরম বিক্ষোভ চলে মঙ্গলবার। বিক্ষোভের জেরে অশান্তি ছড়ায় রানিগঞ্জে।

বিক্ষোভের সময় বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বাম সমর্থিত বাসিন্দারা। যদিও, পরে পঞ্চায়েত প্রধান পরিস্থিতি সামাল দেয়। পানীয় জল নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ করেছেন পঞ্চায়েতের প্রধান সঞ্জয় হেমব্রম। তাঁর দাবি রাজ্য সরকারের তরফে এই মুহূর্তে কোনও বাড়তি বরাদ্দ করা হচ্ছে না। পিএইচির মাধ্যমে জল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে ঠিকই তবে বড় ট্যাঙ্কার নয়, ছোট ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে। তাও অনিয়মিত। যার ফলে কম পরিমাণ জল এসে পৌঁছাচ্ছে এলাকায়। রাজনৈতিক দল দেখে পানীয় জল সরবরাহ হচ্ছে না। প্রধানের দাবি সব পরিবারগুলিতে যাতে পর্যাপ্ত জল দেওয়া হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে পিএইচই দফতরকে।

এদিনের এই বিক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা যায় জেলা তৃণমূলের সাংগঠনিক সম্পাদক যীশু মণ্ডলকে। তিনি বলেন, “এখন এখানে জলের সমস্যা আছে। তবে জেলা প্রশাসন জলের যতটা সমস্যা মেটানো যায় চেষ্টা করছে। কিন্তু এখানে সিপিএম নিজেদের সমর্থকদের দিচ্ছে।” প্রধান সঞ্জয় হেমব্রম বলেন, “PHE প্রোজেক্ট থেকে জল সরবরাহ করা হয়। কয়েকদিন আগে প্রোজেক্ট ভেঙে পড়ে গেছে। তাই জল সরবরাহ হচ্ছে। সেই কারণে আমরা জানাই যে আটটি ট্যাঙ্কারে যেন জল দেওয়া হয়। কিন্তু ওদের বক্তব্য সরকার টাকা দিচ্ছে না তাই পিএইচই অনিয়মিত ভাবে ছোট ছোট গাড়িতে জল দিচ্ছে। এতে পিএইচই-কে জল বাড়াতে হবে। আর তৃণমূল মিথ্যা অভিযোগ করছে।”