Durgapur: বাস ও পিক আপ ভ্যানের রেষারেষি, মুখোমুখি সংঘর্ষ, ভয়ঙ্কর দুর্ঘটনা কাঁকসায়
Durgapur: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিকআপ ভ্যানটি পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক ধরে কাঁকসার দিক থেকে বোলপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিকে বীরভূমের দিক থেকে পানাগড়ের দিকে একটি যাত্রীবাহী বাস আসছিল। সেই সময় পিকআপ ভ্যানটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্গাপুর : পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে কাঁকসার দু’নম্বর কলোনি এলাকায় পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত হয় প্রায় ২০ জন। যার মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পরে পিকআপ ভ্যানের চালক গাড়ির মধ্যেই আটকে পড়েন। প্রায় আধ ঘন্টার চেষ্টায় ক্রেনের সাহায্যে চালককে উদ্ধার করে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিকআপ ভ্যানটি পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক ধরে কাঁকসার দিক থেকে বোলপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিকে বীরভূমের দিক থেকে পানাগড়ের দিকে একটি যাত্রীবাহী বাস আসছিল। সেই সময় পিকআপ ভ্যানটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার জেরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাস ও পিকআপ ভ্যানটি অন্যত্র সরিয়ে রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রচণ্ড একটা শব্দ শুনতে পেয়েছিলাম। আমরা প্রথমে বুঝতেও পারিনি কী হয়েছে। তারপর আর্তনাদ-চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ছুটে যাই। তাতে গিয়ে দেখি, ভয়ঙ্কর অবস্থা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে কাচ। রাস্তা পড়ে রয়েছেন আহতরা। প্রথমে আমরাই উদ্ধার কাজে হাত লাগাই। পরে খবর পেয়ে পুলিশ আসে। পুলিশ এসে উদ্ধার করে। তবে চালককে আমরা উদ্ধার করতে পারছিলাম না। এমনভাবে শরীরটা গাড়ির ভিতর আটকে ছিল, তাতে টেনে বার করা সম্ভব ছিল না। পরে তাঁকেও উদ্ধার করা হয়েছে। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।”
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুই চালকের রেষারেষি, ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। দুটো গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। দুমড়ে মুছড়ে গিয়েছে সামনের অংশ। এলাকায় বেশ কিছুটা যানজট তৈরি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
